ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কেন এমন ঝুঁকিপূর্ণ যাত্রা, ব্যাখ্যা দিল বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২২ ০৬:১০

ফাইল ছবি ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশ দলের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ, আইসিসির এফটিপি চূড়ান্ত করার কাজটা মূলত বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশন্স বিভাগই করে থাকে। 

সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় বাংলাদেশের ক্রিকেটারদের ফেরীতে চড়ে যেতে হবে, সেটি সিরিজের সূচি চূড়ান্ত করার আগেই বিসিবিকে জানিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ভয়ঙ্কর সমুদ্র যাত্রার পর ক্রিকেটারদের পাশাপাশি গোটা দেশের মানুষের মনেই প্রশ্ন উদায় হয়েছে, কেন এমন ঝুঁকিপূর্ণ ভ্রমণে রাজি হলো বিসিবি?

আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিভীষিকাময় এমন ভ্রমণের আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন সবাই। 

স্বাগতিকদের প্রস্তাবে বিসিবি কেন রাজি হলো? এই সিদ্ধান্তের ব্যাখা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। 

শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা সাথে সাথে আমাদের চিন্তার কথা জানাই তাদেরকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, আমি ব্যক্তিগতভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও’র সাথে কথা বলি। এবং পরবর্তীতে ওরা যেটা বলে যে, দুই দলই একই সুযোগ-সুবিধা নিয়ে ভ্রমণ করবে। এবং শুধু দল নয়, সাথে টিভি ক্রু, ধারাভাষ্যকার সবাই এই ব্যবস্থায় যাবে। তখন আমাদের বলার বিষয়টা সীমাবদ্ধ হয়ে যায়।’

বিমানের ফ্লাইট অপ্রতুল ছিল বলেই দাবি নিজামউদ্দিন চৌধুরী সুজনের। তিনি বলেছেন, ‘একই সঙ্গে ওদের যে অবস্থাটা ছিল বিমান ভ্রমণের ক্ষেত্রে কোভিডের কারণে ওদের অনেক আভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ হয়ে যায়। যার ফলে ওদের আভ্যন্তরীণ ফ্লাইট সীমাবদ্ধ হয়ে যায়। ছোট কিছু ফ্লাইট চলতো। এগুলো বাদ দিলে একটা দল যাওয়া, দলের সঙ্গে অনেক কিছু থাকে, বাস্তবতায় সম্ভব ছিল না। চার্টার্ড করাও সম্ভব ছিল না। যখন ওরা বলে যে দেখো, আমাদের দলও যাচ্ছে। ওদের দল যখন যাচ্ছে, তখন আমাদের বলার মধ্যে সীমাবদ্ধতা চলে আসে।’

বিদেশ সফরে স্বাগতিক বোর্ডের উপরই নির্ভর করতে হয় সফরকারীদের। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে যে, যখন একটা দল কোনো দেশে চলে যায়, তখন সমস্ত দায়িত্ব কিন্তু ওই বোর্ডেরই হয়। আমাদের দেশেও একই। ওরা যে ব্যবস্থার কথা বলবে স্থানীয় বিষয়গুলোতে, আমাদের তো ওদের উপরই নির্ভর করতে হয় এবং এটাই স্বাভাবিক। আমাদের দেশে আসলে আমাদের উপরই নির্ভর করতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু করাটা কঠিন ছিল।’

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।