ঢাকা | বুধবার, ২২ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশে উইন্ডিজ সিরিজ দেখা যাবে কি?

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২ জুন ২০২২ ০৩:২১

চার দিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। ফাইল ছবি চার দিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় চলছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ। আগামী ১৬ জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

চারদিন পরই সিরিজ শুরু, অথচ এখনও বাংলাদেশে এই সিরিজ সম্প্রচারের কোনো খবর মিলেনি। বরং গুরুতর অনিশ্চয়তা রয়েছে সিরিজ সম্প্রচার নিয়ে। জটিলতার অবসান না হলে ক্যারিবিয়ানে টাইগারদের সিরিজটা নাও প্রচার হতে পারে বাংলাদেশে। সমর্থকরা তাই খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

এই সিরিজের টিভি স্বত্ব কিনে নিয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএমএস)। তবে এবার টিএমএসের সঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলোর ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়েছে। টিএমএসের কাছ থেকে ফিড কিনতে আগ্রহী নয় বাংলাদেশি টিভি চ্যানেলগুলো। সাধারণত টি- স্পোর্টস ও গাজী টিভিই বাংলাদেশের খেলা সম্প্রচার করে থাকে।

তবে এ বিষয়ে বিসিবির হস্তক্ষেপের সুযোগ নেই বলে মনে করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। কারণ এটি অ্যাওয়ে সিরিজ।

মিরপুর স্টেডিয়ামে শনিবার সাংবাদিকদের টিটু বলেন, ‘আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা পুরোটা নির্ভর করে সে দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের ওপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না।’

বিসিবির এ পরিচালক আরও বলেন, ‘আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এ ছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে না।’

টিটু তারপরও আশায় বুক বাঁধছেন, কোনো একটা উপায় শেষ পর্যন্ত বের হবে। বাংলাদেশের সমর্থকরা খেলা দেখার সুযোগ পাবেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমি আশা করছি আমাদের (বাংলাদেশি) যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সাথে জড়িত, তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা বের করবে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।