ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অনবদ্য লিটন, এক নজরে উইন্ডিজের বিপক্ষে পারফরম্যান্স

নট আউট স্টাফ
প্রকাশিত: ১০ জুন ২০২২ ০১:৪৫

লিটন দাস। ছবি সংগৃহীত লিটন দাস। ছবি সংগৃহীত

নট আউট স্টাফঃ ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। তিন ফরম্যাটে ব্যাট হাতে করছেন বাজিমাত। লিটনের এমন সু-সময় উইন্ডিজ সিরিজে দেখাচ্ছে বড় স্বপ্ন। এক নজড়ে উইন্ডিজের বিপক্ষে দেখে নেয়া যাক লিটনের পারফরম্যান্স। 

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত লিটন দাস এই দলের বিপক্ষে ১৯ ম্যাচে করেছেন ৭৬৭ রান। একদিনের ক্রিকেটে লিটনের সংগ্রহ ৭ ম্যাচে ২০২ রান। সর্বোচ্চ ৯৪ রান। 

কুড়ি ওভারের ক্রিকেটে লিটন দাস ৭ ম্যাচে ৩৪ এর সামান্য বেশি গড়ে করেছেন ২৩৯ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৬১। স্ট্রাইকরেটে অবশ্য আদর্শ ব্যাটারদের একজনে নিজেকে পরিণত করেছেন এই ডানহাতি ব্যাটার। স্ট্রাইকরেট প্রায় ১৪৫। 

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দারুণ করা লিটন উইন্ডিজের বিপক্ষেও মন্দ কিছু করেননি। ৫ টেস্টের ৯ ইনিংসে ৩৬.২২ গড়ে করেছেন ৩২৬ রান। যেখানে রয়েছে তিন অর্ধশক।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।