ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাকিবেই সমাধান দেখছেন টিম ডিরেক্টর

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২ জুন ২০২২ ০৭:০৯

টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব। ফাইল ছবি টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করেই সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব আল হাসান। সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল তার। কিন্তু ফিরে এসেছেন দেশে। 

এদিকে মঙ্গলবার টেস্ট দলের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে বিসিবিকে। আগামীকাল বোর্ড সভায় অধিনায়ক নির্বাচন করবেন বিসিবির পরিচালকরা। বেলা ১২টায় শুরু হবে বর্তমান কমিটির তৃতীয় বোর্ড সভা।

বুধবার টিম ডিরেক্টর ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের কথায় স্পষ্ট ইঙ্গিত যে সাকিবের হাতেই উঠতে যাচ্ছে টেস্ট দলের নেতৃত্ব। অন্তত সুজনের প্রথম পছন্দ এই বাঁহাতি অলরাউন্ডার। তার মাঝেই সমাধান দেখছেন সুজন। সাংবাদিকদের নানা প্রশ্নে নিজের মতামত জানিয়ে দিয়েছেন তিনি।

সাকিব এখন নিয়মিত টেস্ট খেলতে চান জানিয়ে সুজন আজ বলেছেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায় এখন। আমি জানি না কেন কথাটা বারবার আসে, সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য ফরম্যাটের থেকে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।’

সাকিব নেতৃত্ব পেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হবে মনে করেন বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান। ইতোমধ্যে ক্যারিবিয়ান সফরের দুই টেস্ট নিয়ে সাকিবের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছেন টিম ডিরেক্টর। তাই কাল বোর্ড সভা থেকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণাটা এখন হয়তো সময়ের ব্যাপারই মাত্র। 

সুজন বুধবার বলেছেন, ‘সাকিবের সাথে ক্যাপ্টেসি নিয়ে আমার কোনো কথা হয় নি। তবে অন্যান্য বিষয়ে আমাদের কথা হয়। এই টেস্ট ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজ) নিয়ে গতকালও কথা বলেছি বেশ কিছু। ম্যাচের সিচুয়েশন বা অন্যান্য কিছু নিয়ে। ও যেভাবে সবার সাথে মিশতে পারে, আমার মনে হয় ও যদি ক্যাপ্টেন্সি পায় তাহলে সেটি দলের জন্য খুবই ভালো হবে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।