ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

শহীদুলের ইনজুরি, টেস্টেও ফিরছেন হাসান মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩১ মে ২০২২ ২০:৪০

পেসার শহিদুল ইসলাম। ফাইল ছবি পেসার শহিদুল ইসলাম। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সময়টা সাইড বেঞ্চেই কাটছিল শহীদুল ইসলামের। তারপরও জাতীয় দলের সঙ্গে থাকতে পারাটা সৌভাগ্যই বটে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ছিলেন ডানহাতি এ পেসার। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা অনেক দিনের। একটি টি- টোয়েন্টি খেললেও টিম কম্বিনেশনে আর সুযোগ মিলছে না ২৭ বছর বয়সী এ ক্রিকেটারের।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শহীদুলকে পাবে না বাংলাদেশ দল। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। আগেই ওয়ানডে দলে হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এবার শহীদুলের ইনজুরির কারণে টেস্টেও দ্রুতগতির এ পেসারকে ফেরানো হচ্ছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানিয়েছেন। শহীদুলের ইনজুরি নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে দলে। ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মোস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।’

দুর্ভাগ্য ক্রমে ইনজুরিতে পড়েছেন, শহীদুল এখন সুস্থ হওয়ার দিকেই মনোযোগী হচ্ছেন। তিনি বলেন, ‘সাইড স্ট্রেইন হঠাৎ করেই হয়ে গেলো। ইনজুরির ওপর তো কারো হাত নেই। সামনে অনেক খেলা। আগে সুস্থ হই।’

বিসিবির মেডিক্যাল বিভাগ শহীদুলকে দেড় মাসের বিশ্রাম দিয়েছে। বিসিবির প্রধান নির্বাচক দেবাশীষ চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, ‘ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেড় মাস বিশ্রাম দিয়েছে শহীদুলকে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগে হয়তো ফিট হয়ে উঠবেন ডানহাতি এ পেসার।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।