ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উইন্ডিজ সিরিজে স্পিন কোচের ভূমিকায় থাকবেন ডমিঙ্গো

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২২ ০১:১৩

টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো

নিউজ ডেস্ক: বাংলার ক্রিকেটে রাসেল ডমিঙ্গোকে নিয়ে আলোচনা সমালোচনা যেটিই থাকুক না কেন দিন শেষে তিনিই দলের হেড কোচ৷ আসন্ন উইন্ডিজ সিরিজে নতুন দায়িত্বর সংযোজনে থাকছেন ডমিঙ্গো৷ বাংলাদেশ স্পিন কোচ রঙ্গনা হেরাথের অনুপস্থিতিতে ডমিঙ্গো স্পিনারদের দেখভালের দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমে জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন৷

খালেদ মাহমুদ সুজন বলেন; যেহেতু হেরাথ থাকবে না সেহেতু আমাদের কাজ চালিয়ে নিতে হবে৷ দেখভালের দায়িত্বে হেড কোচ ডমিঙ্গের সাথে আমি নিজেও থাকবো৷

বাংলাদেশ ক্রিকেটে পরিচিত দৃশ্য ক্রিকেটাররা ব্যর্থ হলে ছুটে যায় দেশীয় কোচদের কাছে৷ তাদের টটকায় সফল হয় প্রায় সময়৷ দেশীয় স্পিন কোচ সোহেলের টটকায় অনেকটা বদলেছে তাইজুলের সফলতার গ্রাফ৷ আসন্ন সিরিজে কোচ সোহেলকে রাখার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে সুজন জানান, ‘এবার আমাদের সাথে সোহেল যাচ্ছে না।’

এদিকে হেরাথের না থাকাটা আগে থেকেই চূড়ান্ত ছিল। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগে বিষয়টি সামনে আসে। এই সফরে বাংলাদেশ তিন সংস্করণেই খেলবে। ৬ জুনের মধ্যে তিনভাগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে।

প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম টেস্ট ১৬ জুন থেকে এন্টিগায়। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে শুরু সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় সিরিজের শেষ ম্যাচ। তিন ওয়ানডের সবগুলো হবে গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।