ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেটে চাচা সুজনের চরিত্র বাবার মত

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২২ ১০:০৪

সুজনের কাজে মুগ্ধ ডোনাল্ড৷ ছবি সংগৃহীত সুজনের কাজে মুগ্ধ ডোনাল্ড৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: বাঙালি জাতির কাছে ক্রিকেটের বাইশ গজে বড় আস্থার নাম যেমন তামিম-সাকিরা৷ তেমনি সিনিয়র থেকে জুনিয়র সকলের কাছেই আরেক আস্থার নাম খালেদ মাহমুদ সুজন৷ চাচা হিসেবে বড্ড পরিচিত৷ ক্রিকেটারদের সাথে সুজনের ব্যক্তিগত সম্পর্ক কতটা মধুর তা নিয়ে নতুনভাবে বলার খুব একটা নেই৷ বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে চাচা সুজন ক্রিকেটারদের কাছে একজন বাবার চরিত্রের মত৷

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সুজন প্রসঙ্গে ডোনাল্ড বলেন, ক্রিকেটারদের মত আমিও সুজনকে চাচা বলেই ডাকি৷ তার সাথে আমার দেখা হয়েছিল অনেক আগেই৷ আমরা যখন জাতীয় দলে খেলতাম তখন তার বোলিংয়ের ক্ষেপাটে আচরণ আমার ভালোই লাগতো৷

ডোনাল্ড আরও বলেন- ‘সে একজন বাবার মতো চরিত্র সব ক্রিকেটারের কাছে। তাদের কাছ থেকে বেশ সম্মানও পায়। আইডিয়া ভাগাভাগি করার জন্য চমৎকার লোক। আপনি যদি কোনো কিছু করতে চান চাচা তা করাবেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।