ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দুঃসময়ে আস্থা শৈশবের গুরু!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২২ ০৮:০৫

মুশফিকের শৈশবের গুরু নাজমুল আবেদিন৷ ছবি সংগৃহীত মুশফিকের শৈশবের গুরু নাজমুল আবেদিন৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন পরিশ্রমী মুশফিকুর রহিম৷ ছন্দে থাকুক কিংবা না থাকুক সেটি কখনো মূখ্য রূপে দেখা যায় না এই ব্যাটারের কাছে৷ দুই সময়ে অনবরত সমান তালেই নিজেকে তৈরী করতে মরিয়া থাকা এটি নিত্যদিনের পরিচিত চিত্র মুশফিকের বেলাতে৷

ঈদ আনন্দ পরিবার পরিজনের সাথে কাটিয়ে রাজধানী ফিরেছেন চাকরিজীবি মানুষেরা৷ তাদের সাথে একই পথের পথিক হয়ে দেশের মূল কেন্দ্রে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররাও৷ আগামী টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ অপরদিকে চট্টগ্রামের পথে যাত্রা করবে টিম টাইগার৷ চট্টগ্রাম যাওয়ার আগে যখন সবাই ব্যস্ত ভিন্ন কাজে তখন মুশফিক হাজির হোম অফ ক্রিকেটে৷ সঙ্গী হিসেবে ছিলেন শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিম৷

ক্রিকেটের তিন সংস্কণের কোনটিতেই ছন্দে নেই মুশফিক৷ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে ডিপিএল ব্যাটে দেখা পায়নি কোন সুখকর ইনিংস৷ সাদা পোষাকেও এই ব্যাটার শেষ ১৫ ইনিংসে করেছেন মাত্র ২ অর্ধশতক৷ লঙ্কানদের বিপক্ষে জয়ে মুশফিকের অবদান যে অনস্বীকার্য তা মোটেও অজানা নয় নিজেরও৷ তাইতো ব্যস্ত নিজেকে হারিয়ে খুঁজে পেতে৷

ক্রিকেট বিশ্বে চিরচেনা চিত্র ক্রিকেটাররা যখন অফ ফর্মে থাকেন কিংবা ছন্দ হারিয়ে নিজেদের খুঁজতে থাকেন, ছুটে যান শৈশবের গুরুর কাছে। ব্যতিক্রম নয় এদেশেও, ব্যতিক্রম নন মুশফিকুও।

মুশফিক শরনাপন্ন হয়েছেন ‘গুরু ফাহিম স্যার’ খ্যাত নাজমুল আবেদীন ফাহিমের কাছে। ছাত্রের ডাকে সাড়া দিয়ে ইনডোরে পুরোনো ছাত্রকে সার্বক্ষণিক কড়া নজরে রেখেছিলেন নাজমুল আবেদীন। কোনো ভুল হলে দেখিয়ে দিয়েছেন, মাঝে মাঝে বিরতি দিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ইনডোরের নেটে থ্রোয়ার-নেট বোলারদের নিয়ে চলে মুশফিকের অনুশীলন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।