ঢাকা | বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

আপন ঘরে ঈদ হচ্ছে না মুস্তফিজ, জাহানারা-রুমানার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২২ ০৬:৪১

বাংলাদেশ ক্রিকেটের তিন গর্ব। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেটের তিন গর্ব। ফাইল ছবি

একজন পেশাদার ক্রিকেটারের কাছে পরিবারের খুব বেশি দুঃসময় না গেলে কোন কিছুই ক্রিকেটের উপরে সাধারণত জায়গা পায় না। ভালোবাসা ও অর্থ উপার্জনের খেলার ব্যস্তসূচির কারনে হরহামেশাই দূরে থাকতে হয় আপনজনদের ছেড়ে।আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবার বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই বর্তমানে দেশে অবস্থান করছেন। ব্যতিক্রম শুধু তিন জন।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ক্রিকেটারদের মধ্যে বিদেশ বিভূইয়ে ঈদ কাটাতে হবে মোস্তাফিজুর রহমান, রুমানা আহমেদ, জাহানারা আলমকে। তিনজনই বর্তমানে দেশের বাইরে আছেন। রুমানা, জাহানারা অবশ্যই আজই ঈদ উদযাপন করেছেন। দুই নারী ক্রিকেটার আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। নারী ক্রিকেটে ফেয়ারব্রেক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে তারা এখন দুবাইয়ে রয়েছেন।


গতকাল নিজ দল বার্মি-আর্মি’র সতীর্থদের সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্ট করেছেন রুমানা। জাহানারার দলের নাম ফ্যালকন। গতকাল শুরু হয়েছে টুর্নামেন্ট। শেষ হবে ১৯ মে। রুমানার দলের প্রথম ম্যাচ ৫ মে।

আইপিএলে ব্যস্ত মুস্তাফিজ আছেন ভারতে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। আগামীকাল বাংলাদেশের মতো ভারতেও ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন অবশ্য খেলা নেই মোস্তাফিজের দলের। দিল্লির পরের খেলা ৫ মে। তাই ঈদের বিরতি ঠিকই পাচ্ছেন কাটার মাস্টার।

আইপিএলে মোস্তাফিজের সময়টা অম্ল-মধুর কাটছে। যেমনটা গত ২৮ এপ্রিল কলকাতার বিপক্ষে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ঠিক পরের তথা শেষ ম্যাচে বাঁহাতি এ পেসার ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।