ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

রেকর্ডের দ্বারপ্রান্তে নাঈম-বিজয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ০২:৩৯

ডিপিএলে দূর্দান্ত ছন্দে রয়েছে নাঈম ও বিজয়। ফাইল ছবি। ডিপিএলে দূর্দান্ত ছন্দে রয়েছে নাঈম ও বিজয়। ফাইল ছবি।

ক্রিকেটের মাঠের কঠিন বাস্তবতা ভালো করলে প্রশংসার জোয়াড়ে ভাসাবে সকলে আবার খারাপ করলে সমালোচনা হবে আকাশ সমান। সাথে আরেকটি নির্মম বাস্তবতা খারাপের ধারাবাহিকতা চলতে থাকলে বাদ পড়তে হবে দল থেকে। আবার ভালোর ধারাবাহিকতায় ফিরলে হওয়া যাবে দলের মধ্যমণি। 

বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম নাঈম ইসলাম ও এনামুল হক বিজয়। দল কম্বিনেশনে হরহামেশাই দল থেকে বাদ পড়া নাঈম রানের বন্যা বয়ে দিচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। সাথে ২০১৯ সালে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা বিজয় ছুটছে ৩৫ বছর বয়সী নাঈমের পেছনে পেছনে। 

দীর্ঘদিন দলের বাইরে থাকলেও এবারের আসরে ব্যাট হাতে আবারও নির্বাচকদের ভাবনাজুড়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে দারুণ ভাবে। জুন মাসে উইন্ডিজ সিরিজের এ দলে জায়গা পাকাপোক্ত এই দুই ব্যাটারের। 

চোখে প্রশান্তি জুড়ানো ফর্মে আছেন নাঈম-বিজয়। রাউন্ড রবীন লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে ১০ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেছেন ৭৪৯ রান। যেখানে ব্যাটিং গড় ৮৩.২২, স্ট্রাইক রেট ৭৮.৬৭।

অপরদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বিজয়ও ২দুই শতকের সাথে ৫ অর্ধশতকে ৭২৮ রান নিয়ে অবস্থান করছেন তালিকার দ্বিতীয়তে।  ২৯ বছর বয়সী এই ওপেনারের ব্যাটিং গড় ৭২.৮০, স্ট্রাইক রেট ৯৭.৯৮। 

আরও পড়ুনঃ ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে মুস্তাফিজঃ পান্ত

প্রিমিয়ার লিগ লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছেন সাইফ হাসান, ২০১৮-১৯ মৌসুমে ১৬ ম্যাচ খেলে। সুপার লিগের ৫ ম্যাচ খেললে অনুমিতভাবেই বিজয়-নাঈম ছাড়িয়ে যাওয়ার কথা সাইফ হাসানকে। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক আসরে ১ হাজার রানের রেকর্ডও রয়েছে। লিস্ট-এ মর্যাদা না থাকায় যেটি স্বীকৃত রেকর্ড বুকে নেই। ১৯৮৭ সালে আবাহনীর অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও ২০০১ সালে মোহামেডানের হয়ে কেনিয়ার কিংবদন্তী স্টিভ টিকোলো ১ হাজারের বেশি রান করেছিলেন।

সব পুরনো রেকর্ড নতুন করে অবশ্যই সাজাতে চাইবেন এই দুই ব্যাটার। নিজেদের প্রমাণের মঞ্চে ফিরে আসার আসরে অনন্য কিছু্ই করতে চাইবেন এটিই স্বাভাবিক। রেকর্ড হলে অবশ্যই তা আনন্দের। তবে সবচেয়ে বড় আনন্দ তারা যদি ডিপিএলের ধারাবাহিকতা ধরে জাতীয় দলের হয়েও ভালো কিছু করে তা অবশ্যই দেশের ক্রিকেটের জন্য আনন্দের। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।