ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাইরের মন্তব্য ক্রিকেটারদের চাপে ফেলছে: আকরাম খান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৬:০৪

আকরাম খান। ফাইল ছবি আকরাম খান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টে স্পিনের বিপক্ষে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। চিরচেনা স্পিনে হাবুডুবু খেয়ে সিরিজটাই ২-০ তে হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে এমন বাজে পারফরম্যান্স পোড়াচ্ছে সবাইকে।

বিসিবির পরিচালক আকরাম খান বুধবার বলেছেন, টেস্ট দলের ব্যর্থতার পেছনে বাইরের মন্তব্যও প্রভাব ফেলছে। অনাহূত মন্তব্য ক্রিকেটারদের চাপে ফেলে দিচ্ছে। দেশের ক্রিকেটে চালু হয়েছে দোষের এক ভয়ানক সংস্কৃতি। হারলেই কাউকে না কাউকে দোষারোপ করা হচ্ছে। যা ক্রিকেটারদের উপর চাপ বাড়াচ্ছে।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে বাজে পারফরম্যান্সের কারণ জানতে চাইলে বুধবার মিরপুর স্টেডিয়ামে আকরাম বলেছেন, ‘কারণ অনেক চাপ। অনেক ধরণের আলাপ আলোচনা হয় একটা ম্যাচ হেরে গেলে, একজন আরেকজনকে দোষ দেয়। এই রেওয়াজটা কিন্তু বাংলাদেশ ছাড়া আর অন্য কোথাও নেই, এই সিস্টেমটা নাই। আপনি দেখবেন খেলার বাইরে আমরা বেশি চিন্তা করি, বেশি কথা বলি।’

ডারবানে প্রথম টেস্ট হারের পর সমালোচনার তুঙ্গে ছিল টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত। বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, সিনিয়রদের চাপেই মুমিনুল আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তারপরই তামিম-মুশফিকরা সবার তোপে পড়েন।

আকরামের মতে, দোষের এই সংস্কৃতি পুরো দলের জন্যই খারাপ। যা পারফরম্যান্সে প্রভাব ফেলছে। আজ তিনি বলেন, ‘আপনিতো একটা ম্যাচ হারতেই পারেন। প্রথম টেস্ট হারার পর দল নিয়ে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে, শুনতে হয়েছে। এগুলো কিন্তু পরেরটাতে প্রভাব ফেলেছে। আপনি দেখেন ব্যাটাররা কিন্তু সবাই জানে কি জিনিস করতে হবে, কি জিনিস করতে হবে না। কিন্তু ওখানে গিয়ে যেটা করার না, সেটা করছে। কারণ চাপ, পুরো চাপে পড়ে গিয়েছিল ক্রিকেটাররা। এ জিনিস থেকে আমাদের বের হতে হবে।’

বাইরের আলোচনা ভুলে সবাইকে ক্রিকেটে মনোযোগী হতে এবং দুই ধরনের উইকেটে খেলার প্রস্তুতি নিতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আইসিসি ট্রফি জয়ী সাবেক এ অধিনায়ক।। বিসিবির এ পরিচালক আজ বলেন, ‘আমার মনে হয় আমাদের দলে যেসব ক্রিকেটার আছে সবারই মনযোগ দিতে হবে যে কীভাবে আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়। আমার মনে হয় যে আমরা ক্রিকেটের চাইতে ক্রিকেটের বাইরের ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তিত। কারণ আপনাকে দক্ষ হতে হবে দুই ধরণের উইকেটেই, পেস বোলিং ও টার্নিং উইকেট দুটোতেই। ভাবতে হবে কীভাবে আমাদের দলটাকে উন্নত করবো।’

ওয়ানডের মতোই টেস্টে উন্নতি করতে হলে দলীয় পারফরম্যান্স দরকার বাংলাদেশের। আকরাম খান বলেছেন, ‘দেখেন ওয়ানডে কিন্তু আমরা দল হিসেবে খেলছি। আমরা কিন্তু একজন দুইজনের উপর নির্ভর করিনা। সবাই মিলে ভাল, বোলিং, ফিল্ডিং করলে আমরা ফলটা পাই। একই জিনিস আমাদেরকে টেস্টেও করতে হবে। স্বভাবিকভাবেই আপনি একটা ম্যাচে ভালো করতে পারেন খারাপ করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় বাইরের কথাগুলো বেশি খেলোয়াড়দের উপর চাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় সবাই যদি খেলায় মনযোগ দেয় তাহলে কিন্তু চাপ পড়বে না। এসব উইকেটেই আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে, আবার খারাপ করেছে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।