ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১৩৩ বছরের রেকর্ড ভাঙলেন মিরাজ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ০৬:৫৯

মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডারবানে হারের দুঃসহ স্মৃতি নিয়ে পোর্ট এলিজাবেথে মাঠে নেমেছিল বাংলাদেশ৷ গত ম্যাচের টস নিয়ে বিভিন্ন কথা হলেও এবারে আর যাই হোক টস নিয়ে মমিনুলকে দোষারোপ করার কোন সুযোগ নেই৷ কারন টস জিতে সিদ্ধান্ত নিয়েছিল ডিন এলগার৷ দ্বিতীয় ওভারেই বল হাতে অনন্য এক কীর্তি গড়েছেন মেহেদি হাসান মিরাজ৷ 

দিনের প্রথম ওভারে বাংলাদেশের পক্ষে বল হাতে আক্রমণে আসেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারেই বল হাতে আক্রমণে আসেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। যার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম লিখেছেন তিনি। সর্বশেষ ১৮৮৯ সালের পর এই পোর্ট এলিজাবেথের (বর্তমান নাম গেবেখা) ভেন্যুতে স্পিনার হিসেবে নতুন বলে আক্রমণে এসে রেকর্ড বইয়ে নাম তুললেন মিরাজ।

সর্বশেষ এই ভেন্যুতে ১৮৮৯ সালের ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ইনিংস শুরু করেছিলেন ইংল্যান্ডের জনি ব্রিগস। ব্রিগসের পর এই ভেনু্যূতে আর কোন স্পিনার নতুন বলে বল হাতে ইনিংস শুরু করেননি।

শুধু এমনটাই নয়, ৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্টে এই প্রথম কোন স্পিনার দিয়ে ইনিংস শুরু হলো। সর্বশেষ ১৯৩৫ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বোলিং আক্রমণ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার বিল ও’রাইলি।

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।