ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক আচরণে' ক্ষুব্ধ সুজন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ১৪:০৬

খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডারবান টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক আচরণ’ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এতোটা বাজে আম্পায়ারিং নাকি তিনি অনেক দিন পর দেখেছেন বলে হতাশা প্রকাশ করে জানিয়েছেন সুজন।

রবিবার (৩ এপ্রিল) চতুর্থ দিনে তৃতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা ২০৪ রান করে অলআউট হয়েছে। তাই ২৭৪ রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়েছে বাংলাদেশের। জবাবে শেষ বিকেলে নেমে ৮ রানে তিন উইকেট হারিয়ে হতাশায় মুমিনুল হকের দল। যার ফলে আগামীকাল শেষদিনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তবে আম্পায়াররা ‘পক্ষপাতমূলক আচরণ’ না করলে লক্ষ্যটা আরও ছোট হতে পারতো বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।

ডারবান টেস্টের চতুর্থদিনে বিতর্কিত আম্পায়ারিং করে সমালোচিত হচ্ছেন অনফিল্ড দুই আম্পায়ার মারাইস এরাসমুস ও আড্রিয়ান হোল্ডস্টক। যেখানে সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে হলে ম্যাচের পরিস্থিতি আরও অন্যরকম হতে পারতো! মাঠের আম্পায়ারদের এমন আচরণ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন সাকিব আল হাসান।

এইদিকে, সাকিবের সুরে সুর মিলিয়ে আম্পায়ারদের নিয়ে টুইটারে প্রশ্ন তোলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আম্পায়ার একটা বড় ভূমিকা পালন করেন একটা টেস্ট ম্যাচে। একটা সিদ্ধান্ত অনেক কিছু নির্ভর করে আসলে। সকাল থেকে সবাই দেখেছেন আম্পায়ারিং, এটা তো লুকানোর কিছু নেই। কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে যেটা আগে যদি পেতাম তাহলে হয়ত ২৭০ তাড়া না করে এখন ১৮০ তাড়া করতাম।'

তিনি আরও বলেন, 'আম্পায়াদের রেসপেক্ট। তারা মাঠে বিচারক। আমাদের মেনে নিতে হবে সব সময়ই। আমরা একটা রিভিউ নিলে উইকেট পেতাম, ভয়ে নেওয়া হয়নি আসলে। এত ইনকনসিসটেন্স আম্পায়ারিং অনেক দিন পর দেখলাম সত্যি কথা বলতে।'

 

-নট আউট/এসআর/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।