ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাভুমার ব্যাট স্বপ্ন দেখাচ্ছে প্রোটিয়াদের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ০৮:৫৬

প্রথম দিনে আলো কাড়তে পারেনি টাইগার পেসাররা। ছবি: গেটি ইমেজ প্রথম দিনে আলো কাড়তে পারেনি টাইগার পেসাররা। ছবি: গেটি ইমেজ

নিউজ ডেস্কঃ প্রায় ১৩ ওভার বাকি থাকতেই আলোর স্বল্পতার কারণে বাংলাদেশ-দক্ষিন আফ্রিকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। যেখানে প্রথম দিন শেষে ৭৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে দারুণভাবে এগিয়ে চলছিলো। যেখানে কোনো উইকেট হারায়নি তারা। এতে বাংলাদেশের বোলাররা দীর্ঘ ২৫ ওভার টানা চেষ্টা করেও কোনো সাফল্যের দেখা পায়নি। যার ফলে প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান সংগ্রহ ছিল স্বাগতিকদের।

তবে প্রথম সেশন ভালো না হলেও দ্বিতীয় সেশনে বল হাতে দারুণ ছিলেন বাংলাদেশের বোলাররা। যেখানে পরের সেশনে ৩ উইকেট শিকার করেছেন তারা। যার মধ্যে ভয়ংকর হয়ে উঠা কিগান পিটারসেনকে দারুণ এক রান আউট করেন মিরাজ।  টেম্বা বাভুমা এবং কাইল ভেরাইনি মিলে দিনের বাকি অংশটা কাটিয়ে দিয়েছেন।

প্রথম দিন শেষে প্রোটিয়াদের হয়ে ৫৩ রান নিয়ে টেম্বা বাভুমা এবং ২৭ রান নিয়ে কাইল ভেরাইনি অপরাজিত রয়েছেন। দলের হয়ে দুই ওপেনার ডিন এলগার ১০১ বলে ৬৭ রান এবং ৪১ রান সংগ্রহ করেছেন সারেল। ৩৬ বলে ১৯ রান করে রান আউট হয়ে হয়েছেন কিগান পিটারসেন।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন ১ টি করে উইকেট শিকার করেছেন।

 

-নট আউট/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।