ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টার্গেট জয়, তবে নতুন শুরুর অপেক্ষায় মুমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ০৭:৪৫

মুমিনুল হক। ফাইল ছবি মুমিনুল হক। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খাতা খোলার কাজটা হয়ে গেছে ওয়ানডে সিরিজে। ২-১ এ সিরিজ জিতে ইতিহাস গড়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল। এবার টেস্ট সিরিজের পালা। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আগামীকাল ডারবানের কিংসমিডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

দক্ষিণ আফ্রিকায় আগের ৬ টেস্টে হেরেছিল বাংলাদেশ। সেসব ভুলে জয়ের জন্যই কাল খেলতে নামবে টাইগাররা। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘আমি তো সবসময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো আগানো। ৫ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

ওয়ানডে সিরিজ জয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ শিবির। তারপরও মুমিনুল মনে করিয়ে দিলেন, লাল বলের ক্রিকেটটা ভিন্ন। টেস্টে নতুন শুরুই করতে হবে।

বাংলাদেশের অধিনায়ক আজ বলেছেন, ‘আপনি যখন একটু পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন। এরমধ্যে যখন আগের সিরিজ যেমন ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে কিভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যেই ভুল বা পিছিয়ে ছিলাম সেই জায়গাটায় কাজ করতে হবে। তো সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে কিন্তু ওভারঅল নতুন করে শুরু করতে হবে।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।