ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত রুবেলের পাশে সাকিবের মোনার্ক মার্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০০:২৯

মোশাররফ রুবেল। ফাইল ছবি মোশাররফ রুবেল। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জীবন বড়ই অদ্ভুত৷ যে মানুষটির আজ মাঠে থাকার কথা ছিল সে মানুষটি দীর্ঘদিন ক্যান্সারের জালে আটক হয়ে হাসপাতালে ভর্তি৷ চিকিৎসার অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে পুরো পরিবার৷ 

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছে মোনার্ক মার্ট। রুবেলের চিকিৎসার জন্য আজ বিকেল ৩টায় মতিঝিল সিটিসেন্টার কার্যালয়ে রুবেলের স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা হস্তান্তর করবে সাকিব আল হাসানের এই ই-কমার্স প্রতিষ্ঠানটি

উল্লেখ্য যে, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু কেমো এবং রেডিও থেরাপির জন্য তাকে নিয়মিত সিঙ্গাপুর যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ওই বছরের ডিসেম্বরে সবশেষ কেমো দেওয়া হয়। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।