ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আম্পায়ারিং করা অনেক বড় পাওয়া: জেসী

স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ০৯:৪৫

স্বাধীনতা দিবসে বিসিবির আয়োজিত প্রীতি ম্যাচ পরিচালনা করেছেন সাথিরা জাকির জেসী (মাঝে) ও ডলি সরকার (ডানে)। ছবি: বিবিসি স্বাধীনতা দিবসে বিসিবির আয়োজিত প্রীতি ম্যাচ পরিচালনা করেছেন সাথিরা জাকির জেসী (মাঝে) ও ডলি সরকার (ডানে)। ছবি: বিবিসি

স্পোর্টস করেসপন্ডেন্ট: স্বাধীনতা দিবসে বিসিবি সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে। প্রীতি ম্যাচটি পরিচালনার করেছেন নারী আম্পায়ার সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসী ও ডলি সরকার। প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করায় বেশ উচ্ছোসিত জেসী। তিনি মনে করেন বিসিবির এমন উদ্যোগ নারীদের আম্পায়ারিংয়ে উৎসাহ দিবে।

 

শনিবার (২৬ মার্চ) এমন কথা জানিয়েছেন জেসী। তিনি বলেন, 'একটু নার্ভাস ছিলাম যে নান্নু ভাইরা খেলবে, রফিক ভাইরা খেলবে। তাদের খেলা দেখে ক্রিকেটার হয়েছি, বড় হয়েছি। তাদের ম্যাচে আম্পায়ারিং করবো এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। রোমাঞ্চের সাথে নার্ভাসনেসও কাজ করেছিল। কিন্তু যখনই মাঠে চলে এসেছি তখন আমার কাছে পুরো ব্যাপারটা পেশাদার মনে হয়েছে। খুবই ভালো লাগছে আমার জন্য এই ম্যাচে আম্পায়িারিং করা অনেক বড় পাওয়া। আজকে শুরু হয়েছে, শুরুটা করা গুরুত্বপূর্ণ যেকোনো নতুন কিছুর।' 

 

 

জাতীয় দলের সাবেক এই নারী ক্রিকেটার মওনে করেন নারীদের আম্পায়ারিং শুরু হওয়ায় অনেক নারীরা আম্পারিং নিয়ে আগ্রহী হয়ে উঠবে। জেসী বলেন, '২০০৯ সালে জাতীয় দলে থাকতেই আমি, সালমা, পান্না থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি আম্পায়ারিং কোর্সটা করেছি। আজকে ২০২২ সালে এসে আমরা কাজ করার সুযোগ পেলাম বা শুরুটা করলাম। আশা করছি ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করার সুযোগ পাবো। অবশ্যই লক্ষ্য তো আছে...আপনারা দেখবেন যেহেতু মেয়েদের বিশ্বকাপ চলছে ম্যাচ রেফারি আছে, আম্পায়ার মেয়েরা আছে। এমনকি ছেলেদের ক্রিকেটে এখন মেয়ে আম্পায়ার আছে।'

 

 

-নট আউট/আরএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।