ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আমাদের খেলোয়াড়রা এখন যথেষ্ট অভিজ্ঞ: নান্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ০৯:২২

মিনহাজুল আবেদীন নান্নু। ফাইল ছবি মিনহাজুল আবেদীন নান্নু। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের চ্যালেঞ্জ গত ২০ বছরেও জয় করা সম্ভব হয়নি। দুর্ভেদ্য কন্ডিশনের দফারফা হয়েছে এবারের সফরে। ওয়ানডে সিরিজেই আফ্রিকান দুর্গ ভেঙে দিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে ২-১ এ ওয়ানডে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে তামিম ইকবালের দল।

স্বাগতিকরা নতজানু ছিল টাইগারদের দাপটে। দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। ওয়ানডের পর এবার টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে মুমিনুল হকের দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো করতে হলে বাংলাদেশকে খেলতে হবে সাহসী ক্রিকেট। তামিম, মুশফিক, মুমিনুলদের অভিজ্ঞতায় আস্থা রাখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, শক্ত মানসিকতা ও সাহস নিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব হবে টেস্ট সিরিজে।

শনিবার বিসিবি একাডেমি মাঠে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘ওয়ানডেতে এটা বাংলাদেশের অন্যতম বড় সিরিজ জয়। নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জেতা আরও বিরাট ব্যাপার। আমরা বিদেশের মাটিতে অনেক সংগ্রাম করছিলাম। নিউজিল্যান্ড সফর থেকে বিদেশের মাটিতে সাহস নিয়ে খেলা শুরু হয়েছে।’

পাঁচদিনই সেরা ক্রিকেট খেলতে হবে উল্লেখ করে নান্নু বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা এখন যথেষ্ট অভিজ্ঞ। সামনে দুটি টেস্ট আছে। আমি আশা করছি পাঁচ দিনই আমরা খুব ভালো ক্রিকেট খেলব। এটা করতে পারলে ইনশাআল্লাহ্ ভালো ফলাফল আসবে।’

মানসিকতা ও সাহসের প্রতিই গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচক। নান্নু আজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আগাম কিছু বলতে পারবেন না। প্রত্যেক দিন, প্রত্যেক সেশন গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখা খুব জরুরী। আমাদের দল যে মন মানসিকতা ও সাহস নিয়ে খেলছে, ইনশাআল্লাহ্।’

 

 

-নট আউট/এমজেএ/আরএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।