ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিসিবি নয়; ডোমিঙ্গকে নিয়ে মাথাব্যথা সাংবাদিকদের: পাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ০৭:৪১

রাসেল ডোমিঙ্গ। ফাইল ছবি রাসেল ডোমিঙ্গ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভিত নড়ে গিয়েছিল। তাকে এই পদে রাখা হবে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও প্রকাশ্যে করেছিলেন তার সমালোচনা। তবু কোচকে বাদ দেওয়ার তাৎক্ষণিক পথে হাঁটেনি বিসিবি। এবার তার অধীনে বড় বড় সাফল্য আসার পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, কোচিং স্টাফ বা নির্বাচক প্যানেল নিয়ে কোন সংশয় ছিল না তাদের মনে। 

চলতি বছর দুটি বড় অর্জন যোগ হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। কখনই যা সম্ভব হয়নি তা হয়ে গেছে বাস্তব। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট হারানো পর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেরা এসব সাফল্য এসেছে ডমিঙ্গোর অধীনে। 

আস্থাহীনতা কাটিয়ে কি এবার থিতু হচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ? বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড প্রধান জানান তাদের মনে আগেও কোচদের নিয়ে আস্থাহীনতা ছিল না, 'আমরা বোর্ড কখনই তাদের (কোচিং স্টাফ) নিয়ে কিছু বলিনি। আপনারা করেছেন (সমালোচনা)। গণমাধ্যম করছে, করেন আমরা কি বলব এখানটায়? আপনারা কেন করেন আপনারাই জানেন।'

'আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল এই কোচিং স্টাফ বদলানো হবে কিনা। এটা ছিল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি২০ হারার পর। আমি বলেছিলাম ওয়ানডেতে যে কোচিং স্টাফ ছিল, প্রথম টি-টোয়েন্টি যেটা জিতলাম সেখানেও যে কোচিং স্টাফ ছিল। এবারও সেটাই আছে। আমরা তো কোন চেঞ্জ করিনি। একবার জিতেছে, আরেকবার হেরে গেছে। এসব ব্যাপার আমাদের কাছে কোন ইস্যুই না।'

বিসিবি সভাপতির মতে গণমাধ্যমে বরাবরই অস্থিরতা দেখা যায়, কিন্তু তারা তাদের পরিকল্পনাতেই স্থির, 'আপনারা একেকজন একেকভাবে ইন্টারপ্রিট করেন। যখন জিতে যায় মনে হয় সাংঘাতিক কিছু হয়ে গেল। আবার যখন একটা সিরিজ হেরে যায় তখন মনে হয় খুব খারাপ অবস্থা। আমরা কিন্তু একই অবস্থায়। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই এগিয়ে যাই।'

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/7O4gXCiW21M" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

কোচিং স্টাফের মতো নির্বাচকদের নিয়েও আছে সমালোচনা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর প্যানেল মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও দায়িত্ব চালিয়ে যাচ্ছে। তাদের আরেকটি মেয়াদে কাজ করা প্রায় নিশ্চিত। নির্বাচন প্রক্রিয়ায়ও কোন সমস্যা দেখতে পাচ্ছেন না নাজমুল, 'নির্বাচকদের ব্যাপারে সব সময় একটা কথা বলি। আমি একটা জিনিস বুঝি না বাদ দিবেন কাকে। কাকে বলেন ওকে খেলাচ্ছে না। বদলাবেনটা কাকে? বোলিংয়ে হাত দেয়ার উপায় আছে? ব্যাটিংয়েও পাবেন না একটা জায়গা ছাড়া। আগে দুটা বলতেন যেখানটায় (ইয়াসির আলি) রাব্বি খেলে আর আফিফ (হোসেন)। আফিফকে এখন বাদ দেয়ার সুযোগ আছে? রাব্বিও তো। সে তো থার্ড ওয়ানডে খেলতে গিয়ে ফিফটি মেরে এসেছে। ওদের তো সুযোগ দিতে হবে। এখানে নির্বাচনে আহামরি কোন ভুল হচ্ছে এটা বলার উপায় নেই।'

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।