ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩ ১০:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী ২৮ তারিখ প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই টেস্টকে সামনে রেখে ম্যাচ ভেন্যু সিলেটে দিন দুয়েক আগে পৌঁছেছে দুইদল। এই ম্যাচ ঘিরে বাড়তি অনুশীলনও করতে দেখা গেছে। 

 

শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রাউন্ড-২ অনুশীলন করে নিউজিল্যান্ড দল। একই সময়ে গ্রাউন্ড-১ অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলে আসা নিউজিল্যান্ড এবার সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের সেরাটাই দিতে চায়। অপরদিকে, বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠে নতুন উদ্যামে শুরু করতে চায় টাইগাররা।

দশ বছর পর বাংলাদেশ সফরে টেস্ট খেলতে এসেছে কিউইরা। তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা। দুই দলের নয়টি দ্বিপাক্ষিক সিরিজে ১৭ টেস্টের মধ্যে ১৩টি জিতেছে কিউইরা ও ১টিতে বাংলাদেশ। ৩টি হয় ড্র। নিউজিল্যান্ডের মাটিতে গত বছর পেয়েছিল একমাত্র জয়টি। কিউদের বিপক্ষে ঘরের মাঠে ৬টি ম্যাচ খেলে টাইগাররা ড্র করেছে তিনটিতে। জয় এখনো অধরা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলো নিউজিল্যান্ড।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, বাংলাদেশে আসছে দ্বিত...

আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়...

মুশফিকের বাচ্চাসুলভ কাণ্ড, বিপাকে বাংলাদেশ

দারুণ খেলতে থাকা মুশফিক হাত দিয়ে বল সরিয়ে দেওয়ায় 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড'-এর শিকার হ...

ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অভিজ্ঞ মুশফিকুর রহিম ও শাহাদাত দিপুর দৃঢ়তায় লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।অভিজ্ঞ মুশফিকু...