ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এক দশক পর টেস্ট খেলতে বাংলাদেশে কিউইরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১০:৩২

বাংলাদেশে নিউজিল্যান্ড দল। ছবি: বিসিবি বাংলাদেশে নিউজিল্যান্ড দল। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের সেমিফাইনালেই থেমেছে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের যাত্রা। স্বাগতিক ভারতের কাছে হেরে বিদায় নেয় কেন উইলিয়ামসনের দল। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বসে থাকার সময় পাচ্ছে না কিউইরা। দীর্ঘ প্রায় এক দশক পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে দলটি। 

দুই টেস্টের সিরিজ খেলতে তিন ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। যার প্রথম দুই বহর মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে। বাকিদের বুধবার রাতে আসার কথা রয়েছে। বিসিবির লজিস্টিকস বিভাগের তথ্যমতে, মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ড থেকে এসেছেন ৩ জন। এরপর দুবাই থেকে রাত ১১টায় এসেছেন আরও ১৪ জন। 

প্রথম দুই বহরে আসা ক্রিকেটাররা আজই (বুধবার) প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাওয়ার কথা তাদের। অন্যদিকে আজ রাতেই সিলেট যাবে নাজমুল শান্তর বাংলাদেশ দল। আগামী ২৮ নভেম্বর সেখানেই গড়াবে সিরিজের প্রথম টেস্ট।

২০১৩ সালে সবশেষ বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল কিউইরা। এরপর কয়েক দফায় বাংলাদেশ সফরে এলেও সাদা পোশাকের লড়াইয়ে নামা হয়নি দু'দলের। তবে এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, বাংলাদেশে আসছে দ্বিত...

আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়...

মুশফিকের বাচ্চাসুলভ কাণ্ড, বিপাকে বাংলাদেশ

দারুণ খেলতে থাকা মুশফিক হাত দিয়ে বল সরিয়ে দেওয়ায় 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড'-এর শিকার হ...

ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অভিজ্ঞ মুশফিকুর রহিম ও শাহাদাত দিপুর দৃঢ়তায় লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।অভিজ্ঞ মুশফিকু...