ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, বাংলাদেশে আসছে দ্বিতীয় সারির দল !

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৯

ছবি টুইটার ছবি টুইটার

নট আউট ডেস্কঃ বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ানডে বিশ্বকাপ বড় প্রস্তুতি হিসেবে এই সিরিজটি দেখা হয়েছিল। তবে সফরকারীদের মূল দল না আসায় কিছুটা হতাশা কাজ করতে পারে সমর্থকদের মাঝে।

শনিবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে রাখা হয়েছে পেসার লকি ফার্গুসনকে। প্রথমবারের মত জাতীয় দলকে নেতৃত্ব দিবেন এই পেসার। 

বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠানোর কারণ ব্যাখ্যা করেছে কিউই বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক। 

উইনিঙ্ক বলেন, 'আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। এর আগে ওয়ার্কলোডে ভারসাম্য আনার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলোয়াড়েরা বাংলাদেশের মতো পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে পারা পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

 

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলঃ 

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, বাংলাদেশে আসছে দ্বিত...

আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়...

মুশফিকের বাচ্চাসুলভ কাণ্ড, বিপাকে বাংলাদেশ

দারুণ খেলতে থাকা মুশফিক হাত দিয়ে বল সরিয়ে দেওয়ায় 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড'-এর শিকার হ...

ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অভিজ্ঞ মুশফিকুর রহিম ও শাহাদাত দিপুর দৃঢ়তায় লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।অভিজ্ঞ মুশফিকু...