ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাকিব-হৃদয়-নাসুমে বাংলাদেশের ২৬৫

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:২০

একশ রানের জুটি সাকিব-হৃদয়ের। গেটি ইমেজ একশ রানের জুটি সাকিব-হৃদয়ের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে শুক্রবার কলম্বোয় মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। দু'দলের একাদশেই এদিন এসেছে মোট ১০টি পরিবর্তন। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের ব্যাটে লড়াইয়ে ফিরে টাইগাররা। দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। ২০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব। শেষ দিকে শেখ মেহেদী ও নাসুম আহমেদের দৃঢ়তায়, ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। 

কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা এদিনও হয়নি ভালো। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ওপেনার লিটন দাস। দারুণ শুরু করা তানজিদ হাসান তামিমও ফিরে যান ১৩ রান করে। দলীয় ২৮ রানের মাথায় বাংলাদেশ হারায় দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। 

১৩ রান করা মিরাজের বিদায়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শুরুর এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে উঠার চেষ্টা করে সাকিব ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে। এই জুটিতেই বাংলাদেশ পার করে দলীয় একশ রানের গণ্ডি। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। তাকে দারুণ সঙ্গ দেন হৃদয়। দলকে বিপদের মুখ থেকে টেনে তোলা সাকিব ছুটছিলেন শতকের দিকেই। কিন্তু ব্যক্তিগত ৮০ রানের মাথায় হারান খেই।

৬ চার ও ৩ ছক্কায় শার্দুলের শিকার হয়ে সাকিব ফিরলে ভাঙে হৃদয়ের সঙ্গে ১০১ রানের জোট। পরের ওভারেই ফিরে যান শামীম পাটোয়ারী। এরপর হাফ সেঞ্চুরি তুলে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন হৃদয়। কিন্তু মোহাম্মদ শামির শিকার হয়ে তিনি ফিরেন ব্যক্তিগত ৫৪ রান করে। শেষ দিকে নাসুম আহমেদের ৪৪ ও শেখ মেহেদীর ২৯ রানে ভর করে দলীয় আড়াইশ পার করে বাংলাদেশ। 

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর নেন ৩ উইকেট। মোহাম্মদ শামির শিকার ২ উইকেট। 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...