ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় নির্বাচন প্রসঙ্গে যা বললেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: গুঞ্জন উঠেছে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হবেন সাকিব আল হাসান৷ গুঞ্জন ধরেই বাংলাদেশ অধিনায়ককে এমন প্রশ্ন করা হয়েছিল ভারত ম্যাচের একদিন আগে৷ প্রশ্ন এড়িয়ে সাকিব জানিয়েছেন আপাতত ভাবনা শুধু ভারত ম্যাচ৷

সাকিব বলেন, ‘আমি এখানে শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি।’

অন্যদিকে এশিয়া কাপে দলের পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের টাইগার অধিনায়ক বলেন, ‘সব দায়িত্ব আমার না। সবার সব দায়িত্ব আছে’। রোহিতদের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী টাইগার অধিনায়ক বলেন, আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না, শুধু জিততে চাই।

ভারতের বিপক্ষে ম্যাচ সহজ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, খেলার পরে বলতে পারব, আগে কীভাবে বলব? সহজ হবে, না কঠিন হবে। আমরা যাব, যতটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য খেলব।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...