ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রউফ-নাসিমের বদলি হয়ে এশিয়া কাপে জামান-দাহানি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৩

চোটে পড়েছেন নাসিম ও রউফ। ফাইল ছবি চোটে পড়েছেন নাসিম ও রউফ। ফাইল ছবি

নট আউট ডেস্ক: একেই হয়তো বলে মড়ার উপর খাঁড়ার ঘা। এশিয়া কাপে সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এর মাঝেই বড় ধাক্কা খেয়েছে বাবর আজমের দল। এশিয়া কাপের বাকি ম্যাচে দুই তারকা পেসার হ্যারিস রউফ এবং নাসিম শাহকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো দাবি, আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বাঁচা মরার ম্যাচ মিস করতে পারেন এই দুই পেসার।

এমনকি পাকিস্তান যদি ফাইনালে উঠে, তাহলেও এই দুই ক্রিকেটারের খেলা নিয়ে থাকছে সংশয়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে রিজার্ভ বোলারদেরও দলে নিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। রউফ-নাসিমের জায়গায় দলে ডাকা হয়েছে রিজার্ভ লিস্টে থাকা দুই পেসার জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডে'তে গড়িয়েছে। ম্যাচ চলাকালীন চোট নিয়েই মাঠ ছাড়েন হ্যারিস রউফ ও নাসিম শাহ। রবিবার পিঠের পেশিতে টান ধরায় কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন হ্যারিস রউফ। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই পেসার বোলিংয়ে নামেননি রিজার্ভ ডে'তে। অন্যদিকে বোলিং কাঁধে চোট নিয়েই বল করে যান নাসিম শাহ। শেষ পর্যন্ত আর না পেরে ইনিংসের ৫০ ও শেষ ওভারের মাঝপথেই মাঠ ছাড়েন নাসিম। পরবর্তীতে এই দুই পেসার নামেননি ব্যাট করতে। 

আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবেই নাসিম-রউফকে ব্যাট করতে পাঠানো হয়নি। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। এদিকে রউফ-নাসিম সাতদিনের জন্য ছিটকে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে হ্যারিস (রউফ) ও নাসিম (শাহ) পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারে দুই পেসারকে। সে কারণে টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে কেবল তাদের রিপ্লেসমেন্টের আবেদন করবে।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...