ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। চলতি এশিয়া কাপের ফাইনাল খেলতে এই ম্যাচ দুই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। কেননা সুপার ফোরের সেরা দুই দল জায়গা পাবে ফাইনালে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে খেলা। এই ম্যাচ ঘিরে বাংলাদেশকে সাজাতে হবে বেশ কিছু পরিকল্পনা। 

পাকিস্তান ঘরের মাঠে খেলবে বলেই বাড়তি সুবিধা পাবে। দ্বিতীয়ত টাইগার ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর ইনজুরি ভাবনার বিষয় সাকিব বাহিনীর জন্য। লিটন দাস দলের সাথে যোগ দিয়েছেন। তবে তিনিও খুব একটা ছন্দে নেই। 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মতই আজকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে মিরাজকে। শান্তর পরিবর্তে থাকছেন লিটন দাস। 

এদিকে আগের দুই ম্যাচের মতই একদিন আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচে একজন বাড়তি পেসার রাখছে স্বাগতিকরা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ ‍হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ। 

পাকিস্তানের একাদশঃ ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...