ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তীরে এসে ডুবল আফগানরা, সুপার ফোরে শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১৪

চেষ্টা করেও পারলেন না রশিদ খান। গেটি ইমেজ চেষ্টা করেও পারলেন না রশিদ খান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সুপার ফোরে যেতে হলে আফগানদের সামনে সমীকরণটা ছিল খানিকটা কঠিনই। এদিন শ্রীলঙ্কার করা ২৯১ রান ৩৭.১ ওভারের মধ্যে টপকাতে পারলেই নিশ্চিত হয়ে যেত সুপার ফোরে খেলা। এমন ম্যাচেই মোহাম্মদ নাবী, রশিদ খানদের হারার আগে না হারার মানসিকতার জেরে তীরে এসেও পৌঁছায় আফগানরা। কিন্তু তীরে এসেই সমীকরণ মেলাতে ব্যর্থ হল রশিদ খানরা।

অসম্ভবকে সম্ভব করার মিশনে ৩৭ ওভারেই আফগানিস্তান সংগ্রহ করে ২৮৯ রান। অর্থাৎ সুপার ফোর নিশ্চিত করতে প্রথম সমীকরণে আফগানিস্তানের প্রয়োজন ছিল ১ বলে ৩ রান। ধনঞ্জয়া ডি সিলভার বলে মুজিব উর রহমান লংঅনে ক্যাচ তুলে দেন। তাতেই সুপার ফোরের জন্য দ্বিতীয় সমীকরণটা সামনে দাঁড়ায় আফগানদের। সেই সমীকরণে পরের তিন বলে একটি বাউন্ডারি হলেও সুপার ফোরে চলে যেত তারা। কিন্তু দুই বল পর শেষ ব্যাটার ফজলহক ফারুকি এলবিডব্লিউ হলে ম্যাচটিও ২ রানে হেরে যায় আফগানিস্তান। ফলে, নাটকীয় জয়ে সুপার ফোরের টিকিট কাটে শ্রীলঙ্কা। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...