ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সুপার ফোরে প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার ফোরে সাকিবদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। হাইব্রিড মডেলের এশিয়া কাপ বলেই আগেই ভিন্ন এক নিয়ম দিয়েছিল এসিসি। বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। সুপার ফোর নিশ্চিত করলেও ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর খেলতে হবে বাংলাদেশকে। অপরদিকে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে। 

 

পাকিস্তানের মাটিতে যেন ভারতের খেলা না পড়ে তাই এমন সূচি তৈরি করা হয়েছে। সূচি অনুযায়ী তাই প্রথম ম্যাচে পাকিস্তানকে মোকাবেলা করতে হবে সাকিবদের। আফগানদের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাস বাড়লেও চাপা কষ্ট থেকেই যাচ্ছে। কেননা পাকিস্তান তাদের মাটিতে বাংলাদেশকে মোকাবেলা করবে। 

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে দারুণ বোলিং করেছে পাকিস্তান পেসাররা। বাংলাদেশ ব্যাটারদের যে কঠিন পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, বাংলাদেশ প্রস্তুত। 

 

উল্লেখ্যঃ  ৬ সেপ্টেম্বর (বুধবার) গাদ্দাফি স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...