ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশকে সমীহ করছে না আফগানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৮

আফগান কোচ জোনাথন ট্রট ও ক্রিকেটাররা। ফাইল ছবি আফগান কোচ জোনাথন ট্রট ও ক্রিকেটাররা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত জুলাইয়ে ঘরের মাটিতেই আফগানিস্তানের কাছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। এবার চলমান এশিয়া কাপের শুরুটাও শ্রীলঙ্কার কাছে হেরে করেছে সাকিবের বাংলাদেশ দল। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে তাই যেকোনো মূল্যেই হোক আফগানদের হারাতেই হবে। নিশ্চিতভাবেই খুব একটা স্বস্তিতে নেই টাইগারদের ড্রেসিংরুম। সেই সুযোগটাই এবার কাজে লাগাতে চায় আফগানরা।

বাংলাদেশকে সিরিজ হারানোর সুখস্মৃতি নিয়েই লাহোরে এশিয়া মিশন শুরু করবে আফগানিস্তান। ব্যাকফুটে থাকা বাংলাদেশকে হারাতে তাই বেশ আত্মবিশ্বাসী দলটি। বাংলাদেশের বিপক্ষে তাই নিজেদেরই ফেভারিট মনে করছেন আফগান কোচ জোনাথন ট্রট।

লাহোরে শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রট বলেছেন, ‘আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।’

‘বি’ গ্রুপ থেকে তিন দলের মাঝে দুই দল খেলবে সুপার ফোরে। বাংলাদেশকে হারিয়ে সেই দৌড়ে বেশ খানিকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাঁচা মরার ম্যাচে আফগানদের শুধু হারালেই চলবে না, বাংলাদেশ তাকিয়ে থাকবে হবে অন্য ম্যাচের দিকেও। কেননা সুপার ফোরের সমীকরণে টিকে থাকতে আফগানদের হারানোর পাশাপাশি, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে সাকিবদের।

এদিকে এখন আসর শুরু না করা আফগানিস্তান চোখ রাখতে চায় সুপার ফোরে। তাই সমীকরণের দিকেও নজর রাখছে তারা। আফগান কোচ আরও বলেছেন, ‘আমি ম্যাচটা (বাংলাদেশ-শ্রীলঙ্কা) দেখেছি। দুই দলকেই কিছু কিছু ক্ষেত্রে ভালো করতে দেখেছি। সুতরাং আমি জানি, আমাদের কাজটা কঠিন হবে। দুটি ম্যাচই কঠিন হবে। আমাদের প্রথম ম্যাচ যেহেতু বাংলাদেশের বিপক্ষে, গতকালের হারের পর বাংলাদেশ আমাদের বিপক্ষে জেতার জন্য মরিয়া হয়ে নামবে।’

শ্রীলঙ্কার পাল্লাকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেই বাংলাদেশকে উড়াই দিতে হয়েছে পাকিস্তানে। লাহোরে আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলবে সাকিবরা। অন্যদিকে আগে থেকেই ম্যাচ ভেন্যু লাহোরে অবস্থান করছে আফগানিস্তান দল। স্বাভাবিকভাবেই আফগানরা আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলেও সেই সুযোগটা হচ্ছে না বাংলাদেশ দলের। যদিও আফগান কোচ এ নিয়ে ভাবতেই চাচ্ছেন না 

তিনি আরও বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কায় গরমে খেলেছি। ক্যান্ডিতে গতকাল কেমন তাপমাত্রা ছিল জানি না। তবে এ অঞ্চলের সব দেশের খেলোয়াড়ই গরমে খেলে অভ্যস্ত। আমরা যদি মনে করি, এখানে আগে আসার কারণে আমরা এগিয়ে থাকব, তাহলে বিপদে পড়ব। আবহাওয়া যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। নিশ্চিত করতে হবে, আমরা যেন ওদের চেয়ে ভালো খেলি।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...