ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইনজুরির তালিকা বড় হচ্ছে লঙ্কা শিবিরে !

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ০৬:২৬

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্ক: আগামীকাল (৩০ আগষ্ট) শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর৷ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো৷ এশিয়া কাপ শুরুর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও এখনও দল ঘোষণা করতে পারেনি সহ-আয়োজক শ্রীলঙ্কা৷

ইনজুরির কারণে একের পর এক সদস্য নিয়ে চিন্তিত লঙ্কান বোর্ড৷ ইনজুরির কারনে আগেই এশিয়া কাপ খেলতে না পারা নিশ্চিত হয়েছিল দুশমান্থ চামিরার৷ এবার নতুন করে যুক্ত হয়েছে দিলশান মাদুশঙ্কার নাম৷

এদিকে জানা গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার এশিয়া কাপ নিয়েই শঙ্কা রয়েছে।

এশিয়া কাপে হাসারাঙ্গা না থাকলে তার বিকল্প হিসেবে খেলতে পারেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। বিবেচনায় আছেন লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমান্থাও। মঙ্গলবারের মধ্যেই শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...