বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত
প্রকাশিত: ২১ জুন ২০২৩ ২২:৩২

নট আউট ডেস্কঃ এবারই প্রথমবারের মতো নারীদের ইমার্জিং কাপ আয়োজন হয়েছে। আর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ইমার্জিং এশিয়া কাপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। ভারতীয় নারী দলের কাছে ফাইনালে লতা মন্ডলদের হার ৩১ রানের বড় ব্যবধানে।
ভারতের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। সেমিতে ১৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ, ফাইনালে দলীয় পঞ্চাশ পার করতেই হারায় ৫ উইকেট। ভারতীয় মেয়েদের তোপে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের দিন ম্যাচসেরা হওয়া নাহিদা খানিকটা লড়াইয়ের চেষ্টা করলেও লাভ হয়নি তাতে।
শেষ পর্যন্ত ১৯.২ ওভার সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে মাত্র ৯৬ রানে। ফলে ৩১ রানের জয়ে, নারীদের ইমার্জিং এশিয়া কাপের ইতিহাসে প্রথম আসরেই শিরোপা জিতে ভারতীয় মেয়েরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭ রান আসে নাহিদার ব্যাট থেকে। এছাড়া সোবহানা মোস্তারি ১৬ ও ওপেনার সাথী রানি করেন ১৩ রান।
ভারতের পক্ষে ১৩ রানে ৪ উইকেট শিকার শ্রেয়াঙ্কা পাতিলের। এছাড়া ২০ রানে ৩ উইকেট নিয়েছেন মান্নাত কাশ্যপ। ২৩ রানে ২ উইকেট শিকার কণিকা আহুজার।
এর আগে ফাইনালে ব্যাট করা ভারত নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ গড়ে। ৫ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে দীনেশ বৃন্দার ব্যাট থেকে। এছাড়া ৪ চারে কণিকা আহুজা অপরাজিত থাকেন ৩০ রান করে। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন নেন ২ উইকেট করে।
-নট আউট/টিএ
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: