ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৯

বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আগামী মাসের প্রথম দিনেই সিলেটে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ৷ বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ঘোষণা করেছে ১৫ সদস্যের দল৷ নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শ্রেষ্ঠত্ব রক্ষার মিশনে ঘরের মাঠেই লড়বে লাল-সবুজ প্রতিনিধিরা৷

 

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড৷ এই দলকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ৷ ফলে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে দলটি৷

এশিয়া স্কোয়াডে নেই বড় ধরনের কোন চমক৷ তবে বাছাইপর্বে কোন ম্যাচ না খেলা মারুফা আক্তার জায়গা পায়নি ১৫ সদস্যের দলে। তবে রয়েছেন রিজার্ভ বেঞ্চে৷ তার জায়গায় দলে ঢুকেছেন ফারিহা আক্তার তৃষ্ণা।

এছাড়া অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলা হয়নি অলরাউন্ডার জাহানারা আলমের। তিনিও এশিয়া কাপ দিয়ে দলে ফিরছেন।


বাংলাদেশ দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা,নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...