ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানের ৯ ওভারের বিপরীতে শ্রীলংকার আধিপত্য ৩১ ওভার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫১

এশিয়া কাপ ফাইনাল। ছবি সংগৃহীত এশিয়া কাপ ফাইনাল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপ ১৫তম আসরের পর্দা নেমেছে আয়োজক লঙ্কানদের বিজয়ের হাসির মধ্য দিয়ে। মরুর দেশে মেগা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৬ষ্ঠ বার শিরোপা জিতলো দলটি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য বিপাকে পড়েছিল চ্যাম্পিয়নরা। প্রথম ৯ ওভারে হারিয়েছিল ৫ উইকেট। তবে এরপর সব আলো নিজেদের করে নিয়েছে ভানুকা, হাসারাঙ্গারা। ম্যাচে বাকি সময় শুধুই হতাশা বেড়েছে পাকিস্তান ক্রিকেটার ও সমর্থকদের। পাকিস্তান কোচ সাকলাইন মুশতাকও মনে করেন ম্যাচে লঙ্কানদের আধিপত্য বিস্তার বেশিই ছিল। 

 

সাকলাইন বলেন, ’আমরা ভালো ক্রিকেটের মাত্র নয় ওভার খেলেছি; তারপরে তারা সব দিক থেকে ৩১ ওভারের জন্য আধিপত্য বিস্তার করেছিল। 

 

ভানুকা রাজাপাকসের ৪১ বলে ৭৫ রানের ইনিংস বদলে দিয়েছে ম্যাচের দৃশ্যপট। বল হাতে তাকে আটকাতে পারেনি পাক বোলাররা। যদিও সুযোগ এসেছিল তবে ক্যাচ মিসের কারনে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নিজেদের ব্যাটিং ইনিংসেও দাপট দেখাতে পারেনি পাক ব্যাটাররা। 

ম্যাচ জয়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৭১ রান। ধারাবাহিকভাবে পুরো আসরে রান করতে না পারা অধিনায়ক বাবর আজম এদিনও আউট হয়েছেন শুরুতে। ৬ বলে করেছেন পাঁচ রান। বাবরের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান অর্ধশতক করলেও তা কাজে আসেনি দলের জন্য। কেননা ৫৫ রানের ইনিংসে বল মোকাবেলা করেছেন ৪৯টি। ৪টি চার ও ১ ছয়ের ইনিংসে স্ট্রাইকরেট ৮৩.৩৩। ব্যক্তিগত ইনিংসে একমাত্র ছয়টি মেরেছেন ৪৭ নম্বর বলে। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...