ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শানাকাদের কাছে আর একটি জয় উপহার চান সাঙ্গাকারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০১:২৯

সুপার ফোরে হেসেখেলেই পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। গেটি ইমেজ সুপার ফোরে হেসেখেলেই পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামবে আর কিছুক্ষণ পরেই। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বদলে যাওয়া শ্রীলঙ্কার সামনে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। দু'দলের সামনেই শিরোপা ঘরে তোলার বড় সুযোগ। এশিয়ান শ্রেষ্ঠত্ব লঙ্কানরা পাঁঁচবার জয় করলেও, পাকিস্তান পেরেছে মাত্র দু'বার। 

এদিকে মেগা ফাইনালে মাঠে নামার আগে লঙ্কানদের অনুপ্রেরণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। এক ভিডিও বার্তায় দাসুন শানাকাদের জানিয়েছেন শুভকামনা। 

ভিডিও বার্তায় সাঙ্গকারা বলেন, ‘দাসুন (শানাকা), তোমাকে এবং শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুব আনন্দের এবং সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলায় নজর রাখছি।'

হার দিয়ে এশিয়া কাপ শুরু করলেও, এরপর টানা চার জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। দলগত পারফরম্যান্সই লঙ্কানদের ফাইনালে তুলতে রেখেছে বড় অবদান। তাই স্পেশালি কাউকে উদ্দেশ্য না করে, দলের প্রত্যেকটি ক্রিকেটারকেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সাঙ্গাকারা।

তিনি আরও বলেছেন, ‘শুধু এই এশিয়া কাপ নয়। পুরো মাসজুড়ে যেই ক্রিকেট খেলছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা মারাত্মকরকম ভালো খেলছো। তোমরা সবাই একেকজন নেতা। দল যখন খাদের কিনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাচ্ছো। যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। এর মাধ্যমে তোমার দল শ্রীলঙ্কার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠছো। সবকিছুর জন্য তাই ধন্যবাদ।’

আর কেবল একটি ম্যাচে তোমরা তোমাদের সেরাটা উপহার দাও। তোমাদের এই দলে অবিশ্বাস্য সব প্রতিভা এবং যোগ্য ক্রিকেটার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটা দল হয়ে খেলছো। এখন মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো। গুড লাক।’ ভিডিও বার্তায় বলেন সাঙ্গাকারা।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...