ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিজয়ের সঙ্গী হওয়ার বার্তা পেলেন নাঈম শেখ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০১:৪৮

নাঈম শেখ। ছবি সংগৃহীত নাঈম শেখ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট যজ্ঞ শুরু হচ্ছে আজ। আগামী ৩০ অগাস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়মিত খেলোয়াড়দের ইনজুরিতে এশিয়া কাপ ১৫তম আসরের স্কোয়াড ঘোষণায় বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে ওপেনার নিয়ে। শেষ পর্যন্ত এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনকে নিয়ে দল দিয়েছিল বিসিবি। পরবর্তীতে দলে ‍যুক্ত করা হয়েছে নাঈম শেখকে। তারআগে ওপেনিং ইস্যুতে নাম এসেছিল মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও দুই একজনের। তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও ওপেনিংয়ে ম্যানেজম্যান্ট থেকে বার্তা দেওয়া হয়েছে নাঈম শেখকে। 

 

এনামুল হক বিজয়ের সঙ্গে পারভেজ হোসেন ইমনের চেয়ে নাঈম শেখকে দেখলে অবাক হওয়ার কিছু নেই। যদিও খারাপ ফর্মের কারনে দল থেকে বাদ পড়েছিলেন নাঈম। তবে বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।অপরদিকে ইমনের অভিজ্ঞতা মাত্র এক ম্যাচের। নির্বাচক হাবিবুল বাশার সুমনও দিয়েছেন এমন ইঙ্গিত। 

বাশার বলেন, ‘অবশ্যই নাইম একটা অপশন। সে অতীতে আমাদের হয়ে ওপেন করেছে। আপনারা জানেন, আমরা একটু ভিন্ন ক্রিকেট খেলতে চলেছি, এ জিনিসটা নিয়ে অনেক কথা বলেছি। নাইমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাইম খেলে ডেফেনিটলি সেভাবেই খেলার চেষ্টা করবে।’

বিজয়ের সঙ্গী হচ্ছেন কে তা চূড়ান্ত হয়নি বলে জানিয়ে তিনি যোগ করেন ‘আমরা এখনও ঠিক করিনি কে খেলবে। বিজয় ডেফেনিটলি খেলবে, তার সঙ্গে কে খেলবে তা আগামী এক-দুইদিনের মধ্যে ঠিক করে ফেলবো।’

তামিম ইকবালের অবর্তমানে এই সংস্করণে দীর্ঘদিন খেলে আসছিলেন নাঈম। নিয়মিত রান করলেও দ্রুত রান তুলতে তিনি ব্যর্থ ছিলেন। আধুনিক ক্রিকেটের সাথে নিজের স্ট্রাইক রেট খাপ খাওয়াতে পারেননি তিনি। এছাড়াও দলের বড় সমস্যা শুরুতে উইকেট হারানো। পাওয়ার-প্লে কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত বড় সংগ্রহও করতে না পারার আক্ষেপ। তবে এবার সকলে ভালো কিছু করতে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। দলের এই নির্বাচক আশাবাদী এবারের আসরে।

বাশার বলেন, ‘পরিবর্তন নির্ভর করছে খেলার ওপর, খেলার দিন বোঝা যাবে। অনুশীলনে সবকিছু খোলা মনে করা যায়, সবাই নিজের সেরাটা খেলতে পারে। কথাবার্তায়ও সবাই অনেক ইতিবাচক। আমরা কতটা বদলাতে পেরেছি, কতটা খেলতে পারছি সেটা ম্যাচের দিনই বোঝা যাবে। আমি খুব আশাবাদী। যতদূর কথা বলছি, সবাই আসলে চাচ্ছে এই টুর্নামেন্টে বিশেষ কিছু করতে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...