ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেখার স্বপ্নে রিশাদের দুবাই যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ০৬:২০

লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি সংগৃহীত লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে মিরপুর স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় দল। দুটি ম্যাচেই ছিলেন রিশাদ হোসেন। রশিদ খান, ভানিদু হাসারাঙ্গাদের কথা মনে পড়তেই এই তরুণ লেগ স্পিনারকে দুবাই উড়িয়ে নিয়ে গেল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বুধবার রাতেই দুবাই পৌঁছে যাবেন তিনি।


আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার আগে দুবাইয়ের আইসিসি একাডেমিতে তিনদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুশীলন করবে সাকিব বাহিনী। পরে ২৮ ও ২৯ আগস্ট হবে অনুশীলন।


তিনটি সেশনেই রিশাদকে নেটে চায় বাংলাদেশ দল। সাকিব-মুশফিকদের প্রস্তুত করার পাশাপাশি এশিয়া কাপে নতুন কিছু শেখা, নিজেকে সমৃদ্ধ করার সুযোগ দেখছেন এই তরুণ ক্রিকেটার। নেট বোলার হলেও এমন বড় সুযোগ কাজে লাগাতে চান রিশাদ।


বুধবার দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘সবারই ভালোলাগা কাজ করে (দলের সঙ্গে যুক্ত হয়ে), আমারও লাগছে। আমার কাছে বড় সুযোগ, সেরাটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করবো।’


ব্যাটসম্যানদের লেগ স্পিনের জন্য প্রস্তুত করতে নিজের সেরাটা উজাড় করে দিবেন রিশাদ, ‘ যেহেতু বড় বড় লেগ স্পিনারদের বিপক্ষে খেলবে, আমার চেষ্টা থাকবে সম্ভাব্য সেরাটা দেওয়া।’


টিম হোটেলে থাকলেও মূল দলের অংশ নন এই তরুণ লেগ স্পিনার। তবে অনুশীলনের বাইরে তার সুযোগ থাকবে বিভিন্ন দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলার, নিজেকে শানিত করার, কিংবদন্তি সাবেক ক্রিকেটারদেরও সামনে পাবেন।


তাই এত বড় মঞ্চে নতুন কিছু শেখার স্বপ্নই উদ্দীপ্ত করছে রিশাদকে, ‘আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কায় অনেক বড় বড় ক্রিকেটাররা থাকবেন, চেষ্টা করবো তাদের কাছ থেকে অনেক কিছু নেয়ার। হেরাথ আছে, ইন্ডিয়ান কোচ (শ্রীরাম) আছে, লিজেন্ড দুই কোচ। আমি চেষ্টা করবো দুইজনের কাছ থেকে অনেক কিছু নেয়ার।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...