ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটে হবে মেয়েদের এশিয়া কাপ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০০:৫০

এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি সংগৃহীত এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ মেয়েদের এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ১ অক্টোবর সাত দল নিয়ে শুরু হবে কুড়ি ওভারের এশিয়া কাপ। 

 

এশিয়া কাপ নিয়ে সোমবার নাদেল চৌধুরী বলেছে, ‘বিমানবন্দর ও সাতটি দলের সম্ভাব্য আবাসস্থান হিসেবে হোটেলের দূরত্ব কাছাকাছি হওয়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বিসিবির জন্য সেরা বাছাই। এক নম্বর মাঠে আমরা মেয়েদের এশিয়া কাপের ম্যাচ আয়োজন করতে চাচ্ছি এবং দুই নম্বর মাঠ অনুশীলনের জন্য।’

 

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এই প্রতিযোগিতায় খেলবে স্বাগতিক বাংলাদেশকে নিয়ে। অতিথি দল ২৭ ও ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে।

সবশেষ এশিয়া কাপ হয়েছিল ২০১৮ সালে, যেখানে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালের আসরটি কোভিডের কারণে স্থগিত করা হয় ২০২১ সাল পর্যন্ত, যা বাংলাদেশেই হওয়ার কথা ছিল। পরে এটি বাতিল হয়।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...