চ্যাম্পিয়ন দল পাবে ‘২ কোটি’, সেরা খেলোয়াড় ‘১০ লাখ’
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫০
নট আউট ডেস্কঃ আগামীকাল (১মার্চ) ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের। ৪৫ ম্যাচ ও সাত দলের লড়াই শেষে টুর্নামেন্টে টিকে রইলো দুই দল। মেগা ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রাইজমানি ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
দশম আসরের জন্য বিসিবির ঘোষিত প্রাইজমানি গত আসরের মতোই থাকছে। অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। অন্য দিকে রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের হাতে উঠছে ১০ লাখ টাকা। পুরষ্কার থাকছে আসরের সর্বোচ্চ রান, উইকেট ও সেরা ফিল্ডারের জন্যও।
মিরপুরে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে এর আগে চার বার ফাইনাল খেলা কুমিল্লা, ফাইনাল ম্যাচ হারেনি কখনোই। সবশেষ দুই আসরের শিরোপাও যায় দলটির ঘরে। অন্য দিকে তিনবার ফাইনাল খেলা হলেও কখনোই শিরোপার স্বাদ পায়নি বরিশাল। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে বিপিএলের মেগা ফাইনাল।
বিপিএলের দশম আসরের প্রাইজমানির তালিকা:
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়:- ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা
রানার-আপ দল: ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: