ঢাকা | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

আইপিএলের সেরা একাদশে জায়গা পেলেন যারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৪ ১৫:১৮

আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। ছবি: আইপিএল আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তদশ আসরের। দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা আইপিএলের শিরোপা গেছে কলকাতার ঘরে। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে একপেশে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে আইপিএলে তৃতীয় শিরোপা জিতল দলটি।

রোববার (২৬ মে) আইপিএলের মেগা ফাইনালে আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় ১১৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসেখেলে সহজ জয় পায় কলকাতা নাইট রাইডার্স। ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় শ্রেয়াস আইয়ারের দল।

এবারের আইপিএলে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন বেশ কিছু ক্রিকেটারই। যাদের নিয়েই এবার আইপিএলের সেরা একাদশ ঘোষণা করেছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে জায়গা হয়েছে বিরাট কোহলি, সুনীল নারিনদের। চ্যাম্পিয়ন কলকাতার তিন জন জায়গা পেলেও একাদশে নেই আইপিএলের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদের কোন ক্রিকেটার। চার বিদেশির মধ্যে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ত্রিস্টান স্টাবস ও নিকোলাস পুরান রয়েছেন একাদশে

ক্রিকইনফোর চোখে আইপিএলের সেরা একাদশ : বিরাট কোহলি, সুনীল নারিন, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নিকোলাস পুরান, ত্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, হার্শিত রানা, জাসপ্রিত বুমরাহ ও সন্দীপ শর্মা। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...