ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পিএসএলের পর বিপিএলে প্রভাব ফেলবে আফ্রিকান লিগ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২২ ০৩:৫৬

আগামী বছর আফ্রিকায় শুরু হবে টি-টুয়েন্টি লিগ৷ ছবি সংগৃহীত আগামী বছর আফ্রিকায় শুরু হবে টি-টুয়েন্টি লিগ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশ চালু করেছে ফ্রাইঞ্চাইজি ভিত্তিক টি টুয়েন্টি লিগ৷ ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের পিএসএল কিংবা উইন্ডিজে সিপিএল৷ খেলোয়াড় খুঁজে বের করার পাশাপাশি মোটা অঙ্কের অর্থ আয় করে বোর্ডগুলো তা বলার অপেক্ষা রাখে না৷

একই সময়ে পাকিস্তানে পিএসএল অনুষ্ঠিত হওয়া কারনে তার প্রভাব পরে বিপিএলে৷ এবার সেই প্রভাব আরও বৃদ্ধি হওয়ার শঙ্কা উঠেছে৷ আগামী বছর থেকে জানুয়ারিতে দক্ষিশ আফ্রিকা শুরু করবে নিজেদের লিগ৷

সিএসএ’র বিবৃতি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশি খেলোয়াড়দেরও নেওয়া হবে ৷ ফলে পিএসএল ও এই লিগ ছেড়ে কতজন বিদেশী ক্রিকেটার বাংলাদেশে আসবে তা সময়ের সবচেয়ে বড় প্রশ্ন৷

এই টুর্নামেন্টে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এখানেও প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো যাবে। নিলামের মধ্যে গোছানো হবে দল।আইপিএল ব্যতীত বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি

লিগের মতোই পারিশ্রমিক দেওয়া হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়োজক কোম্পানি খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক রাখার কথা চিন্তা করছে।

যাতে আইপিএল ব্যতীত অন্যান্য লিগের সঙ্গে এটি সমানতালে চলতে পারে।’ ছয়টি বেসরকারি মালিকানাধীন দল নিয়ে হবে এই টুর্নামেন্টের প্রথম আসর।

যেখানে অংশগ্রহণকারী দলগুলো গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পরে সেরা তিন দলকে নিয়ে হবে প্লে-অফ। সবমিলিয়ে তিন-চার সপ্তাহের মধ্যে শেষ হবে ৩৩ ম্যাচের এই টুর্নামেন্ট।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...