ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পান্থের ভুলের মাশুল দিলেন মুস্তাফিজ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৮:৩৩

এদিন খরুচে ছিলেন মুস্তাফিজ। ফাইল ছবি এদিন খরুচে ছিলেন মুস্তাফিজ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আইপিএল মানেই চার-ছক্কার মহারন৷ ব্যাটাররা বোলারদের উপর চড়াও হয়ে শেষ করেন অধিকাংশ ইনিংস৷ তবে কিছু ক্ষেত্রে বোলারদের দাপট থাকে চোখে পড়ার মত৷ ব্যাটাররা জীবন পেলে হয়ে ওঠেন ভয়ঙ্কর৷ দলকে নিয়ে যায় বিজয়ের দ্বারপ্রান্তে৷ তেমনি ঘটনা ঘটেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিট্যালস মধ্যকার ম্যাচে৷ 

প্রথমে ব্যাটিং করতে নেমে ডুপ্লেসিস এর দল শুরুটা মোটেও ভালো করতে পারে নি৷ দ্রুত একাধিক উইকেট হারালেও নিয়মিত রান তুলে ভালো সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন ম্যাক্সওয়েল৷ অর্ধশতক পূর্ণের পর কুলদীব যাদবের শিকার হলেও দিল্লি শিবিরে শুরু হয় আনন্দ৷ তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি দিনেশ কার্তিকের টর্নেডো ইনিংসের কারনে৷  

ম্যাক্সওয়েলের বিদায়ের পর কিছুটা খেল হারিয়ে ফেলা দলের কান্ডারি হয়ে ওঠেন কার্তিক৷ তবে ব্যক্তিগত পাঁচ রানে জীবন ফিরে পায় এই উইকেট কিপার ব্যাটার ৷ এরপর যা করেছেন তা ক্রিকেটপ্রেমীদের চোখে প্রশান্তি এনে দিলেও হতাশ হয়েছে বাংঙ্গালি ক্রিকেট প্রেমীরা৷ 

আরও পড়ুনঃ নিজেকে সাধারণ ক্রিকেটার ভাবা উচিত কোহলির

ম্যাচের ১৮তম ওভারে মুস্তাফিজের এক ওভারে ২৮ রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন দিনেশ কার্তিক৷ ইনিংসের শেষ দুই ওভারেও চালিয়েছেন ব্যাট৷ শেষ পর্যন্ত দল পেয়েছে ভালো মানের সংগ্রহ৷ 

ক্যাচ মিস যদিও খেলার অংশ৷ তবে প্রচলিত কথা রয়েছে ক্যাচ মিস মানে ম্যাচ মিস৷ সেটি হয়তো আরেকবার প্রমাণ হতে পারে আজকের ম্যাচে৷

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...