ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

পারলেন মুস্তাফিজ, পারল না দিল্লি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ১১:৩৫

তিন উইকেট শিকার করেন মুস্তাফিজ। ছবি: আইপিএল তিন উইকেট শিকার করেন মুস্তাফিজ। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিল্লির জার্সিতে প্রথম ম্যাচটায় মাঠে নামার হয়নি বাংলার কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানের। তবে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই করলেন বাজিমাত। যদিও দিনশেষ পরাজিত দলের ছায়া হলেও আড়ালে রাখার সুযোগ নেই মুস্তাফিজের বোলিং পারফরম্যান্সটা।

নবাগত গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দিল্লির হয়ে অভিষেকে মুস্তাফিজ ছিলেন উজ্জ্বল। ইনিংসে সবচেয়ে কৃপণ বোলিংয়ে ছিলেন দলের সফল বোলারও। তবে গুজরাটের দেওয়া ১৭২ রান টপকাতে পারেনি তার দল দিল্লি ক্যাপিটালস। নবাগতদের কাছে হেরেছে ১৪ রানে।

পুনেতে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক বল তুলে দেন মুস্তাফিজের হাতে। বাংলার কাটার মাষ্টারও করেননি হতাশ। নিজের ব্যাক্তিগত প্রথম ওভারেই তুলে নেন ম্যাথু ওয়েডের উইকেট। শুরুতেই মুস্তাফিজের দেওয়া ধাক্কা গুজরাট সামলে উঠে বিজয় শঙ্কর ও শুভমন গিলের ব্যাটে। দ্বিতীয় উইকেটে দু'জন যোগ করেন ৪২ রান।

১৩ রান করা শঙ্কের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান গিল। তৃতীয় উইকেটে দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। দলীয় একশ পার করতেই ব্যাক্তিগত ৩১ রানে ফিরেন হার্দিক। এরপর দলকে একাই টেনে তুলেন গিল। দারুণ ব্যাট করা এই ওপেনার এদিন ছুটছিলেন সেঞ্চুরির দিকেই।

তবে সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে খলিলের শিকার হয়ে ফিরেন তিনি। ফেরার আগে দলকে লড়াকু সংগ্রহের ভিতটা গড়ে দিয়ে যান। ৬ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত মিলারের অপরাজিত ২০ রানে ভর করে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে গুজরাট সংগ্রহ করে ১৭১ রান। ইনিংসের শেষ ওভারে দুই উইকেট সহ মুস্তাফিজ নেন মোট তিনটি উইকেট। খরচ করেন মাত্র ২৩ রান।

জবাব দিতে নেমে শুরুতেই লুকি ফার্গুসনের গতির কাছে পরাস্ত হয় দিল্লির টপ অর্ডার। দলীয় পঞ্চাশ পার করার আগেই ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে অধিনায়ক ঋষভ পান্থ ও ললিত যাদব দলের হাল ধরেন। গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। দলীয় ৯৫ রানে ললিত রান আউটে কাটা পড়লে বিপাকে পড়ে দিল্লি। এরপর একাই লড়ে যান পান্থ। তবে ভয়ংকর হয়ে উঠার আগেই তাকে ফিরিয়ে দিল্লির মেরুদণ্ড ভেঙে দেন ফার্গুসন। ৭ চারে ২৯ বলে ৪৩ রান করেন পান্থ।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি দিল্লি। শেষ দিকে রভম্যান পাওয়েলের ২০ রান কমিয়েছে কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি থামে ১৫৭ রানে। ১৫ রানের জয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নেয় নবাগত গুজরাট টাইটান্স। দলটির পক্ষে চার উইকেট নিয়ে ম্যাচসেরা লুকি ফার্গুসন। শামি নেন দুই উইকেট। 

এর আগে দিনের আরেক ম্যাচে জস বাটলারের সেঞ্চুরিতে মুম্বাইকে আসরে দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে প্রথম ও নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে বাটলার করেন ১০০ রান। হেটমায়ার ৩৫ ও স্যামসন করেন ৩০ রান।

জবাবে ইশাণ কৃষাণ ও তিলক ভার্মার জোড়া হাফ সেঞ্চুরির পরও জয় তুলতে পারেনি মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে থামে ১৭০ রানে। ২৩ রানের জয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে টেবিলের চূড়ায় সঞ্জু স্যামসনের দল।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...