ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

আফ্রিকায় প্রতিপক্ষ; দিল্লিতে বন্ধু

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ২২:৩৯

মুস্তাফিজুর রহমান-লুঙ্গি এনগিডি। ফাইল ফটো। মুস্তাফিজুর রহমান-লুঙ্গি এনগিডি। ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ এই তো গত সপ্তাহেই তারা ছিলেন তুমুল প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বল হাতে আগুন ঝরিয়েছেন দুই দলের দুই পেস তারকা মুস্তাফিজুর রহমান এবং লুঙ্গি এনগিডি। আইপিএলের সৌজন্যে এবার তারা প্রতিপক্ষ থেকে হয়ে গেছেন সতীর্থ।

ওয়ানডে সিরিজ শেষেই মুস্তাফিজ আর লুঙ্গি উড়ে গেছেন ভারতে। চলতি আইপিএলে তারা দুজন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। তিনদিনের বাধ্যতামূল কোয়ারেন্টিন শেষে গতকাল তারা দিল্লির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। ফিজ আর লুঙ্গির ছবি পোস্ট করে দিল্লি কর্তৃপক্ষ তাদের স্বাগত জানিয়েছে।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মুস্তাফিজ। আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নিতে চাইলেও সাকিব আল হাসানকে কোনো দল নেয়নি।

তবে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন তাসকিন আহমেদকে চেয়েছিল লখনৌ সুপারজায়ান্ট। কিন্তু তাসকিন জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে যেতে চাননি। বিসিবিও অনুমতি দেয়নি।

 

- নট আউট/এমআরএস/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...