ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সিনেমা দেখে আত্মবিশ্বাস বেড়েছিল: ওডিন স্মিথ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০৬:২৩

দুর্দান্ত জয়ে আইপিএল শুরু পাঞ্জাব কিংসের। ফাইল ছবি দুর্দান্ত জয়ে আইপিএল শুরু পাঞ্জাব কিংসের। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পাহাড় টপকে শুধু জেতাই নয়, ওডিন স্মিথের দুর্ধর্ষ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এবারের আইপিএলের শুরুটাই চমক দেখিয়ে করেছে পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরুর বরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে পাঞ্জাব কিংস। ২০০ রান তাড়া করে প্রথম ম্যাচেই বিরা কোহলিদের হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। অবশ্যই সেই জয়ের নেপথ্য কারিগড় ওডিন স্মিথ। তাঁর শেষ মুহূর্তের সেই ৮ বলে ২৫ রানের ঝোরো ইনিংসই পাঞ্জাবের মুশকিল আসান।

আর এমন পারফরম্যান্সের প্রধান কারণ কী ম্যাচ শেষে সেটাই ফাঁস করলেন পাঞ্জাব কিংসের ক্যারিবিয়ান তারকা ওডিন স্মিথ। পাঞ্জাবের টিম হোটেলে চলছে এখন শুধুই মোটিভেশানাল সিনেমার শো। আর তা দেখেই নাকি আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাচ্ছে পাঞ্জাব কিংস শিবিরের ক্রিকেটারদের। ফরট্টিন পিকস ডকুমেন্ট্রি দেখেই নাকি তারা আরও বেশী আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন, এমনটা জানাচ্ছেন ওডিন স্মিথ সহ বাকি পাঞ্জাব কিংস ক্রিকেটাররা।

রবিবার আইপিএলে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল পাঞ্জাব কিংস। সেখানেই পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট রানের রাহাড় গড়ে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যা দেখে একসময় সকলেই প্রায় ভেবে ফেলেছিলেন যে সেই ম্যাচ সহজেই হয়ত জিতে নেবে রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ম্যাচের শেষ চার ওভারেই বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকাশটা। সেখানেই খেলার মোর ঘুরিয়ে চ্যালেঞ্জার্সদের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ও়ডিন স্মিথ।

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় রান করলেও, পাঞ্জাবকে একবারের জন্যও ম্যাচের হাল ছাড়তে দেখা যায়নি। বারবারই তাদের মজবুত মনোবলের দৃশ্য দেখা গিয়েছিল সেদিনের ম্যাচে। চাপ বাড়লেও, একবারের জন্যও ভয় পায়নি পাঞ্জাব কিংস ব্যাটাররা। আর শেষের দিকে ওডিন স্মিথের দুর্ধর্ষ ব্যাটিং তো সকলকে মুগ্ধ করেছেই।

তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির ব্যপারে ওডিন স্মিথ ম্যাচ শেষে জানিয়েছেন, “পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত একটিও আইপিএল ট্রফি জেতেনি। তাই বিশ্বাস রাখাটাই সবচেয়ে জরুরী। আমরা অনুপ্রেরণামূলক সিনেমা ফোরট্টিন পিকস দেখেছিলাম এদিন। এটা তো সদ্য প্রথম পিক হয়েছে। এথনও ১৩টা বাকি রয়েছে। এই ধরণের সিনেমাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে”।

প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। তাঁর হাত ধরেই বিরাট রানে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৫ রানের লক্ষ্য গডে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই রনের জবাবে অবশ্য শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিল পাঞ্জাব ব্যাটাররা। রানরে ঠিক রেখেই বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে গিয়েছেন তারা। আর শেষ মুহূর্তে টিন স্মিথের ৮ বলে ২৫ রানের ঝোরো ইনিংস বেঙ্গালুরুর সামনে থেকে জয় ছিনিয়ে নেয়।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...