ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন রেকর্ডে বাবর-রিজওয়ান জুটি 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৬:২১

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সেমিফাইনালের আগের দিনেও বাবরকে নিচে ব্যাট করার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের সাবেক গ্রেট শহিদ আফ্রদি। তবে নিউজিল্যান্ডের ম্যাচে হয়নি কোন পরিবর্তন। রিজওয়ানকে নিয়ে ব্যাট করতে নেমেছে আগের মতই। এদিন ম্যাচ জয়ের পাশাপাশি দুজনে করেছে নতুন এক রেকর্ড। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ রানের জুটির বেঁধেছে এমন জোড়া ক্রিকেটারের সংখ্যা খুবই কমই। সেখানে জায়গা ছিল বাবর ও রিজওয়ানের। এই দুই পাক ওপেনার ছাড়াও অইন মরগ্যান আর লুক রাইটের। তাদের সঙ্গী ছিলেন বিরাট কোহলিও। যুবরাজ সিং আর রোহিত শর্মা দুজনের সঙ্গেই তার ফিফটি জুটি ছিল ৪টি।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৫ রানের উদ্বোধনী জুটিতে অর্ধশত রানের রেকর্ডটা নিজেদের করে রাখল বাবর ও রিজওয়ান। এই রেকর্ড ভাঙার লড়াইয়ে খুব নিকটে রইলো রোহিত শর্মা ও বিরাট কোহলি। 

 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে খুব একটা ছন্দে না থাকলেও সেমিফাইনালে দুজনে পেয়েছেন রানের দেখা। ফাইনালের আগে যা পাকিস্তান সমর্থকদের জন্য স্বস্তিদায়ক বিষয়। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...