ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সূর্যকে ক্রিকেটের সোনালী পাতায় দেখছেন এবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ২১:০৮

সূর্যকুমার যাদব। ছবি সংগৃহীত সূর্যকুমার যাদব। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বে ৩৬০ ডিগ্রি খেলোয়াড় একজনই আছেন (এবি ডি ভিলিয়ার্স)। আমি তার মতো খেলার চেষ্টা করি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে এমনটিই জানিয়েছিলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। মাঠের চারিদিকে সমান দক্ষতায় খেলতে পারায় অনেকে সূর্যকুমারকে এ প্রজন্মের এবি বলেও মনে করেন। এবার স্বয়ং এবি ডি ভিলিয়ার্স সেই কথায় একমত প্রকাশ করেছেন। লোকজনের এই অভিমত সঠিক। পাঁচ থেকে ১০ বছর এভাবে ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারলে সূর্যকুমারের নাম ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মনে করেন তিনি।

টি-টোয়েন্টির বর্তমান নাম্বার ওয়ান ব্যাটার সূর্যকুমার। গেল বছরে অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ময়দানে। জাতীয় দলের জার্সিতে ৩৯ টি-টোয়েন্টিতে ১৭৯.৬৩ স্ট্রাইকরেটে রান করেছেন ১ হাজার ২৭০। ১২ অর্ধশতকের পাশাপাশি শতক রয়েছে একটি। 

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিন ফিফটিতে ৭৫ গড়ে করেছেন ২২৫ রান। স্ট্রাইক রেট চোখধাঁধানো, ১৯৩.৯৬!

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের সঙ্গে আলাপচারিতায় বুধবার ডি ভিলিয়ার্স জানিয়েছেন, 


"হ্যাঁ, তারা (সূর্যকুমারকে আমার সঙ্গে তুলনা করার ক্ষেত্রে সঠিক)। একমাত্র তাকে যে বিষয়ে মনোযোগ দিতে হবে তা হলো তার ধারাবাহিকতা। তাকে ৫ থেকে ১০ বছর ধারাবাহিকভাবে খেলতে হবে এবং তারপর সে নিজেকে ক্রিকেট খেলোয়াড়দের সোনালি পাতায় খুঁজে পাবে।”

 

“যখন সত্যিই কেউ স্বাধীনভাবে এবং আনন্দ মনে খেলে, দেখতে দারুণ লাগে। সূর্য এখন যেভাবে খেলছে, দেখতে ভালো লাগে।"

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...