ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ফাইনালে চোখ আফ্রিদির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ০৩:৩৩

শাহিন আফ্রিদি। ছবি সংগৃহীত শাহিন আফ্রিদি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বাংলাদেশের দূরন্ত শুরুর পর অল্প রানে আটক করার বড় কারিগর ছিলেন পাক পেসার শাহিন আফ্রিদি। চার ওভারে ২২ রান খরচে নিয়েছেন চার উইকেট। ম্যাচ সেরা পুরস্কার হাতে জানিয়েছেন নিজের ভাবনার কথা। 

 

আফ্রিদি বলেন, আমি দিন দিন উন্নতি করছি। চোট কাটিয়ে ফিরে আসার পর ১৪০ রানে বল করা সহজ নয়। গত কয়েক ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দলের ভালো বোলিং করার জন্য আমাকে দরকার ছিল। আমরা আসলে ফাইনালের অপেক্ষায় আছি।

 

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে উইকেট শূন্য থাকলেও শেষ তিন ম্যাচে ঝুঁলিতে যোগ করেছেন ৮ উইকেট। সেমিফাইনালের আগে নিশ্চয়ই পাকিস্তান দলের জন্য বড় স্বস্তি শাহিনের ফর্মে ফেরা। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...