ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিডনিতে চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০৪:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ হোবার্টে গত ২৪ অক্টোবর বৃষ্টির বাধা টপকে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জিতেছিল বাংলাদেশ দল। একই ভেন্যুতে ওইদিন দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল প্রোটিয়াদের।


আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট হারানো প্রোটিয়ারা জয়ের খাতা খুলতে মুখিয়ে থাকবে। সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে জয় প্রয়োজন তাদের।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, জিততেই হবে এমন সমীকরণের কারণেই কাল টেম্বা বাভুমার দলটা প্রবল চাপে থাকবে। এই সুযোগটা কাজে লাগাতে চায় টাইগাররা। বৃহস্পতিবার সিডনিতে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।


সিডনিতে বুধবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমরা ম্যাচটা খেলতে নামবো জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও। প্রথম ম্যাচে ওদের দুই পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু হলেও চাপ থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।’

 


আন্তর্জাতিক টি-২০ তে দুই দল এর আগে সাতবার মুখোমুখি হয়েছিল। একবারও জয় পায়নি বাংলাদেশ। অতীত ভুলে কাল জয়ের জন্যই খেলবে টাইগাররা। যা সেমিতে খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই (সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন একটা ম্যাচ, আমরা যদি জিতে যাই, যেটা বললাম যে আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাবো। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

 

-নট আউট/এমআরএস/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...