ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পরিত্যাক্ত ম্যাচ নিয়ে আক্ষেপ নেই বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ১৯:২২

বৃষ্টিতে বাতিল ম্যাচ। ছবি সংগৃহীত বৃষ্টিতে বাতিল ম্যাচ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মূল লড়াই শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ ছিল সেরা একাদশ নির্বাচনের শেষ সুযোগ। যদিও তা হয়নি। বৃষ্টির কারনে ম্যাচ হয়েছে পরিত্যাক্ত। তবে এ নিয়ে আক্ষেপ নেই বাংলাদেশের। 

 

টিম টাইগারদের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘যেকোনো ম্যাচের আগে দলের একটি অংশ আগেভাগে মাঠে যায়। আজ (গতকাল) সকালেও তা-ই হয়েছিল। বাকিরা মাঠে যাওয়ার আগেই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। ওরা (১৪ জন) ইনডোর করেছে। বাকিরা হোটেলেই ছিল। তা ছাড়া ম্যাচের আগে ব্যাটাররা অত বেশি অনুশীলন করতে চায় না। লাভও হয় না। ’

 

 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ পুরো দল অনুশীলন করবে। আগামীকালও অনুশীলনের সুযোগ আছে। ২৪ অক্টোবর গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার আগের এই সময়টুকু বাংলাদেশ দল কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন ম্যানেজার, ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিকে গুরুত্ব দিচ্ছেন না তিনি, ‘মনে হয় না। কারণ এখানে আমরা দুই দিন খুব ভালো অনুশীলন করেছি। আবহাওয়া ভালো থাকলে কালকেও (আজ) প্র্যাকটিস হবে। আমরা হয়তো সেন্টার উইকেটও পাব। পরের দিনও (আগামীকাল) প্র্যাকটিস শিডিউল আছে। এটা ঠিক যে ম্যাচ প্র্যাকটিস ভিন্ন। তবে যেটুকু সুযোগ পাচ্ছি, সেটুকু কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করা যায়। ’

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...