ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হোবার্টে ক্যাম্ফার-ডকরেলের বিশ্ব রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ০৫:৫৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে। গ্রুপের প্রথম দিনের লড়াইয়ে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড বুধবার ম্যাচ জিতেছে। তাদের কাছে হেরেছে গ্রুপের প্রথম দিনে জয় পাওয়া জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। চার দলের জয় এখন একটি করে।


২১ অক্টোবর দুটি ম্যাচে চূড়ান্ত হবে কোন দুটি দল উন্নীত হবে সুপার টুয়েলভে। সবার সামনেই এখন সমীকরণ স্পষ্ট, জিতলেই পরের রাউন্ড, হারলেই বিদায়।


বুধবার হোবার্টে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে হয়েছে বিশ্ব রেকর্ড। যদিও সেটি অনেকের নজরে আসেনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্ব রেকর্ড গড়েন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেল। ৫ম উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি গড়েন তারা। আইরিশরা ম্যাচটা জিতে গেছে ৬ উইকেটে।


এর আগে ৫ম উইকেটে বিশ্ব রেকর্ডটা ছিল পাকিস্তানের শোয়েব মালিক-মিসবাহ উল হকের দখলে। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৯ রানের জুটি গড়েছিলেন তারা।


হোবার্টে ১৭৭ রান তাড়া করতে নেমে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। তারপরই বিশ্ব রেকর্ড গড়ে দলকে জেতান ক্যাম্ফার-ডকরেল। ১৯ ওভারে ৪ উইকেটে ১৮০ রান তুলে জয় পায় আইরিশরা।


ক্যাম্ফার ৩২ বলে অপরাজিত ৭২ রানের (৭ চার, ২ ছয়) টর্নেডো ইনিংস খেলেছেন। ডকরেল অপরাজিত ছিলেন ৩৯ রানে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হন ক্যাম্ফার। আরব আমিরাতে গত বছর টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন তিনি।


এর আগে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছিল। মাইকেল জোন্স ৫৫ বলে ৮৬ রান (৬ চার, ৪ ছয়), ক্রস ২৮, বেরিংটন ৩৭, লিস্ক অপরাজিত ১৭ রান করেন। ক্যাম্ফার ২টি উইকেট নেন।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...